Bangla

রাজনীতি ছাড়ছেন হাাসিনা?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকে কী বিদায় জানালেন? জল্পনা তুঙ্গে।

Bangla

ইস্তফা হাসিনার

অগ্নিদর্ভ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা হাসিনার। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন।

Image credits: Sheikh Hasina Instagram
Bangla

ছেলের দাবি

শেখ হাসিনার ছেলের দাবি রাজনীতিকে বিদায় জানিয়েছে। আর রাজনীতিতে ফিরবেন না হাসিনা।

Image credits: Sheikh Hasina Instagram
Bangla

ছেলে সজীব ওয়াজেদ জয়ের বার্তা

বিবিসি ওয়ার্ল্ড সাছেলে সজীব ওয়াজেদ জয়ের বার্তার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে সজীব বলেন, দেশকে পরিবর্তনের চেষ্টা করেছিলেন হাসিনা। কিন্তু পারেননি।

Image credits: instagram
Bangla

হাসিনা হতাশ

সজীব আরও বলেন, জনগণের মনভাব দেখে হতাশ হাসিনা পদত্যাগ করেন। বিদেশে আশ্রয় চাইছেন হাসিনা।

Image credits: instagram
Bangla

ছেলের দাবি

হাসিনা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে উদীয়মন দেশে পরিণত করেছেন।

Image credits: instagram
Bangla

হাসিনার বিরুদ্ধে অভিযোগ

হাসিনার সামোলচকরা তাঁর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ করেন। নাগরিক স্বার্থ খর্ব করার অভিযোগও রয়েছে।

Image credits: instagram
Bangla

অভিযোগ অস্বীকার

যদিও হাসিনার ছেলে সেই সময় অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, হাসিনা অর্থনৈতিক উন্নয়ন , অগ্রগতি এনেছেন।

Image credits: instagram
Bangla

কঠোর মোকাবিলা

ছেলের দাবি বিক্ষোভকারীদের কঠোরভাবেই মোকাবিলা করেছেন। তিনি পুলিশকে হত্যার কথাও তোলেন।

Image credits: instagram
Bangla

রবিবারই পদত্যাগ?

ছেলের দাবি শেখ হাসিনা রবিবার থেকে পদত্যাগের কথা ভাবছিলেন এবং তার পরিবারের জোরের পর নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছিলেন।

Image credits: instagram