বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকে কী বিদায় জানালেন? জল্পনা তুঙ্গে।
অগ্নিদর্ভ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা হাসিনার। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন।
শেখ হাসিনার ছেলের দাবি রাজনীতিকে বিদায় জানিয়েছে। আর রাজনীতিতে ফিরবেন না হাসিনা।
বিবিসি ওয়ার্ল্ড সাছেলে সজীব ওয়াজেদ জয়ের বার্তার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে সজীব বলেন, দেশকে পরিবর্তনের চেষ্টা করেছিলেন হাসিনা। কিন্তু পারেননি।
সজীব আরও বলেন, জনগণের মনভাব দেখে হতাশ হাসিনা পদত্যাগ করেন। বিদেশে আশ্রয় চাইছেন হাসিনা।
হাসিনা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে উদীয়মন দেশে পরিণত করেছেন।
হাসিনার সামোলচকরা তাঁর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ করেন। নাগরিক স্বার্থ খর্ব করার অভিযোগও রয়েছে।
যদিও হাসিনার ছেলে সেই সময় অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, হাসিনা অর্থনৈতিক উন্নয়ন , অগ্রগতি এনেছেন।
ছেলের দাবি বিক্ষোভকারীদের কঠোরভাবেই মোকাবিলা করেছেন। তিনি পুলিশকে হত্যার কথাও তোলেন।
ছেলের দাবি শেখ হাসিনা রবিবার থেকে পদত্যাগের কথা ভাবছিলেন এবং তার পরিবারের জোরের পর নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছিলেন।