মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নতুন স্বাস্থ্য সংকট। মাংস খেকো ব্যাক্টেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে।
প্রাণঘাতী হতে পারে এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ। ইতিমধ্যেই সতর্ক করেছে মার্কিন প্রশাসন, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
মাংস-খেকো ব্যাক্টেরিয়ার নাম ভিবরিও ভুলনিফিসাস Vibrio vulnificus। এর প্রভাবে প্রাণঘাতী সংক্রণ হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে এই Vibrio vulnificus ব্যাক্টেরিয়ার কারণে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেটে বাদ দিতে হতে পারে।
Vibrio vulnificus ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫। যারমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন মাংস খেকো ব্যাক্টেরিয়ার প্রভাবে সংক্রমণের দুই দিনের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ সংক্রমণের পর চিকিৎসার সময় খুবই কম।
Vibrio vulnificus সংক্রমণ নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের দিকে নিয়ে যায়। এই রোগের সংক্রমণে কারণে যে কোনও ঘা হওয়া জায়গার মাংস নষ্ট হয়ে যায়। অর্থাৎ মরে যায়।
সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিক গবেষণায় বলা হয়েছে ১৯৮৮০২৯১৬ সালের মধ্যে ১,১০০ Vibrio vulnificus ব্যাক্টেরিয়া সংক্রমণ হয়েছে। মৃত্যু হয়েছে ১৫৯ জনের।
ডেটা মডেলিং-এর তথ্য ২০১৬-২০৬০ সালের মধ্যে ভিলনিফিকাস, নিউ জার্সি, নিউ ইয়র্কে এই রোগ ছড়িয়ে যাবে। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে।
জলবায়ু পরিবর্তনের কারণেই Vibrio vulnificus ব্যাক্টেরিয়া শক্তিশালী হচ্ছে। চরম উষ্ণ এলাকা ও উপকূলীয় রেখা থেকে ১০০০ কিলোমিটারের মধ্যে এই রোগে আক্রান্ত হতে পারে মানুষ।