United States

মাংস খেকো ব্যাক্টেরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নতুন স্বাস্থ্য সংকট। মাংস খেকো ব্যাক্টেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে।

Image credits: Getty

মার্কিন যুক্তরাষ্ট্রের সংকট

প্রাণঘাতী হতে পারে এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ। ইতিমধ্যেই সতর্ক করেছে মার্কিন প্রশাসন, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

Image credits: Getty

ব্যাক্টেরিয়ার নাম

মাংস-খেকো ব্যাক্টেরিয়ার নাম ভিবরিও ভুলনিফিসাস Vibrio vulnificus। এর প্রভাবে প্রাণঘাতী সংক্রণ হতে পারে।

Image credits: Getty

সংক্রমণের প্রভাব

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে এই Vibrio vulnificus ব্যাক্টেরিয়ার কারণে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেটে বাদ দিতে হতে পারে।

Image credits: Getty

আক্রান্তের সংখ্যা উদ্বেগের

Vibrio vulnificus ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫। যারমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

Image credits: Getty

মৃত্যু হতে পারে

বিশেষজ্ঞরা জানিয়েছেন মাংস খেকো ব্যাক্টেরিয়ার প্রভাবে সংক্রমণের দুই দিনের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ সংক্রমণের পর চিকিৎসার সময় খুবই কম।

Image credits: Getty

নেক্রোটাইজিং ফ্যাসাইটিস

Vibrio vulnificus সংক্রমণ নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের দিকে নিয়ে যায়। এই রোগের সংক্রমণে কারণে যে কোনও ঘা হওয়া জায়গার মাংস নষ্ট হয়ে যায়। অর্থাৎ মরে যায়।

Image credits: Getty

সতর্ক মার্কিন প্রশাসন

সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিক গবেষণায় বলা হয়েছে ১৯৮৮০২৯১৬ সালের মধ্যে ১,১০০ Vibrio vulnificus ব্যাক্টেরিয়া সংক্রমণ হয়েছে। মৃত্যু হয়েছে ১৫৯ জনের।

Image credits: Getty

সংক্রমণ বাড়বে

ডেটা মডেলিং-এর তথ্য ২০১৬-২০৬০ সালের মধ্যে ভিলনিফিকাস, নিউ জার্সি, নিউ ইয়র্কে এই রোগ ছড়িয়ে যাবে। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে।

Image credits: Getty

সংক্রমণের কারণ

জলবায়ু পরিবর্তনের কারণেই Vibrio vulnificus ব্যাক্টেরিয়া শক্তিশালী হচ্ছে। চরম উষ্ণ এলাকা ও উপকূলীয় রেখা থেকে ১০০০ কিলোমিটারের মধ্যে এই রোগে আক্রান্ত হতে পারে মানুষ।

Image credits: Getty