Bangla

প্যালেস্তেনীয় বাহিনী হামাসকে আটকাতে ইজরায়েলে অস্ত্র পাঠাল আমেরিকা

ওয়াশিংটন থেকে অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান গিয়ে পৌঁছল যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে।

Bangla

বেঞ্জামিন নেতানিয়াহু

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

Image credits: Getty
Bangla

ইজ়রায়েলকে সমর্থন

হামাস বনাম ইজ়রায়েলের যুদ্ধে প্রথম থেকেই ইজ়রায়েলকে সমর্থন জানিয়ে এসেছে আমেরিকা। একাধিক পশ্চিমী দেশও এই সমর্থনে রয়েছে। 

Image credits: Getty
Bangla

সামরিক সাহায্য

প্রয়োজনে ইজরায়েলকে সমস্ত সামরিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন। 

Image credits: Getty
Bangla

আমেরিকান নাগরিকদের হত্যা

কারণ, ইজরায়েলের ওপর হামলা করে অন্তত ১৪ জন আমেরিকান নাগরিককে মেরে ফেলেছে হামাস সংগঠন। বহু মার্কিন নাগরিকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। 

Image credits: Getty
Bangla

উন্নত প্রযুক্তির অস্ত্র

প্যালেস্তাইনের সশস্ত্র আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবার ইজ়রায়েলের কাছে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্র পাঠালেন জো বাইডেন। 

Image credits: Getty
Bangla

নেভাটিম বিমানঘাঁটি

ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার ভোরে আমেরিকার বিমান দেশের দক্ষিণ প্রান্তে নেভাটিম বিমানঘাঁটিতে নেমেছে।

Image credits: Getty
Bangla

'ইজরায়েলের কর্তব্য'

ইজরায়েলের স্বপক্ষে বক্তব্য রাখার সময় আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন, ‘হামাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ইজরায়েলের কর্তব্য।’

Image credits: Getty
Bangla

এই প্রথম অস্ত্র পাঠাল আমেরিকা

ইজ়রায়েল বনাম হামাস বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইজ়রায়েলে অস্ত্র পাঠাল আমেরিকা।

Image Credits: Getty