সেন্টার বানের সাথে গোলাপের পাপড়ি দিয়ে চুল সাজাতে পারেন। নিজে না পারলে পার্লারে গিয়েও সুন্দর বান বানাতে পারেন।
ফ্রেঞ্চ ব্রেডে ছোট ছোট গোলাপ ব্যবহার করুন। পছন্দ অনুযায়ী কম বেশি গোলাপ ব্যবহার করতে পারেন।
লম্বা চুলের ব্রেডে একটি গোলাপ ব্যবহার করে সুন্দর দেখাতে পারেন। আসল গোলাপ না থাকলে কৃত্রিম গোলাপ ব্যবহার করতে পারেন।
খোলা চুলেও সহজেই গোলাপ সাজাতে পারেন। চুলের একপাশে গোলাপ লাগান।
ছোট গোলাপ দিয়ে হেয়ারব্যান্ডের মতো চুল সাজান। অনলাইনে এ ধরনের গোলাপ পাবেন।
৫০০ টাকায় অনলাইনে ৮টি ঘেরদার কটন স্কার্ট কিনুন
সকলের নজর কাড়তে সোনমের এই লেহেঙ্গা লুক ট্রাই করতে পারেন, রইল টিপস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুখে সাবান কেন? রয়েছে সাবানের বিকল্প ৩ উপাদান
আমিষা প্যাটেলের ৬ টি শারারা সেট, ৮০ দশকের রেট্রো স্টাইলের ছোঁড়া