Bangla

লাল গোলাপ দিয়ে কেশসজ্জা, রইল ৫টি টিপস

Bangla

সেন্টার বানে গোলাপের সাজ

সেন্টার বানের সাথে গোলাপের পাপড়ি দিয়ে চুল সাজাতে পারেন। নিজে না পারলে পার্লারে গিয়েও সুন্দর বান বানাতে পারেন।

Image credits: social media
Bangla

ফ্রেঞ্চ ব্রেডে গোলাপ

ফ্রেঞ্চ ব্রেডে ছোট ছোট গোলাপ ব্যবহার করুন। পছন্দ অনুযায়ী কম বেশি গোলাপ ব্যবহার করতে পারেন।

Image credits: social media
Bangla

লম্বা ব্রেডে গোলাপ

লম্বা চুলের ব্রেডে একটি গোলাপ ব্যবহার করে সুন্দর দেখাতে পারেন। আসল গোলাপ না থাকলে কৃত্রিম গোলাপ ব্যবহার করতে পারেন।

Image credits: social media
Bangla

খোলা চুলে গোলাপ

খোলা চুলেও সহজেই গোলাপ সাজাতে পারেন। চুলের একপাশে গোলাপ লাগান।

Image credits: social media
Bangla

গোলাপ দিয়ে হেয়ারব্যান্ড

ছোট গোলাপ দিয়ে হেয়ারব্যান্ডের মতো চুল সাজান। অনলাইনে এ ধরনের গোলাপ পাবেন।

Image credits: social media

৫০০ টাকায় অনলাইনে ৮টি ঘেরদার কটন স্কার্ট কিনুন

সকলের নজর কাড়তে সোনমের এই লেহেঙ্গা লুক ট্রাই করতে পারেন, রইল টিপস

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুখে সাবান কেন? রয়েছে সাবানের বিকল্প ৩ উপাদান

আমিষা প্যাটেলের ৬ টি শারারা সেট, ৮০ দশকের রেট্রো স্টাইলের ছোঁড়া