পেটের মেদ ঢাকতে শাড়ি পরার ৫ টি সহজ টিপস।
বেলি ফ্যাট ঢাকতে নাভির উপর থেকে শাড়ি ড্রেপ করুন। পেট প্লিটস ও পল্লুতে ঢাকা থাকবে। উচ্চতাও বেশি দেখাবে।
প্লিটস হালকা ভাঁজ করে পেটের নিচে জমা করুন। প্লিটস একসাথে না জড়ো করে ছড়িয়ে রাখলে বেলি ফ্যাট ঢাকবে।
লম্বা বা হাইনেক ব্লাউজ পেট ঢেকে লম্বা ও স্লিম লুক দেয়।
কুন্দন বা ভারী বেল্ট পেট ঢেকে স্টাইলিশ লুক দেয়।
হালকা ও ঝুলন্ত পল্লু পেট ঢেকে আকর্ষণীয় লুক দেয়।
এই টিপসগুলো মেনে বেলি ফ্যাট ঢেকে আত্মবিশ্বাসী হোন।
গরমে আরামদায়ক হাজার টাকায় স্টাইলিশ কুর্তা সেট
কেমন ব্লাউজ বানাবেন বুঝতে পারছেন না? রইল ট্রেন্ডি ব্লাউজের ডিজাইন
৮০০ টাকায় ৭টি সুতি শাড়ি, গরমে থাকুন আরামে
অরুণা ইরানির মতো ৭টি সুন্দর শাড়ি, উপহার দিতে পরেন মাকে