Bangla

৬টি ব্লাউজ ব্যাক ডিজাইন

রইল ৬টি ব্লাউজ ব্যাক ডিজাইন

Bangla

ব্যাক ব্লাউজ ডিজাইন

লেহেঙ্গা হোক বা শাড়ি, ব্লাউজ ব্যাক ডিজাইন সুন্দর হওয়া চাই। আপনিও যদি ব্লাউজ বানানোর কথা ভাবছেন, তাহলে ডিপ নেকে দোরির সাথে এমন ব্যাকলেস ব্লাউজ পরুন। 

Image credits: Pinterest
Bangla

ব্যাক গলা ব্লাউজ ডিজাইন

শাড়ি ভারী হলে, ব্লাউজ সিম্পল কিন্তু সেক্সি রাখতে ব্যাক গলায় এমন মাল্টি স্ট্রিপ বেছে নিন। এখানে ফ্রন্ট ডিপ নেক হবে। যদি রিভিলিং লুক না চান, তাহলে ফ্রন্টে সুইটহার্ট নেকলাইন রাখুন। 

Image credits: Pinterest
Bangla

সুই-ধাগা ব্লাউজ ডিজাইন

নেটেড+এমব্রয়ডারিতে এই ব্লাউজটি খুবই মার্জিত দেখাচ্ছে। যেখানে গলাকে ডিপ না রেখে সুই-ধাগা, থ্রেড-পার্ল দিয়ে জোড়া হয়েছে।

Image credits: Pinterest
Bangla

লেটেস্ট ব্যাক ব্লাউজ ডিজাইন ২০২৫

লেহেঙ্গার সাথে ব্রালেট ছাড়াও দোরি ব্লাউজ ডিজাইন বেশি ভালো লাগে। আপনি গোলের পরিবর্তে ডিম্বাকৃতি আকারে এমন ডাবল দোরি বেছে নিতে পারেন। এখানে  চাইলে ভারী লকেট লাগাতে পারেন।

Image credits: Pinterest
Bangla

ইউনিক ব্যাক ব্লাউজ ডিজাইন

শ্বশুরবাড়িতে সংস্কার+ফ্যাশন একসাথে দেখাতে এমন ডাবল পট্টি वाला ব্যাক ব্লাউজ ডিজাইন বেছে নিন। ছাতার আকারের স্ট্রিপ দিয়ে জোড়া হয়েছে। পট্টির প্রস্থ বেশি।

Image credits: Pinterest
Bangla

পার্টি ওয়্যার ব্যাক ব্লাউজ ডিজাইন

বোট নেক ব্লাউজে একটু টুইস্ট দিয়ে আপনি এমন মাল্টিলেয়ার দোরি ব্লাউজ বানাতে পারেন। এটি লেহেঙ্গা-শাড়ির লুকে চার চাঁদ লাগিয়ে দেবে। এমন ব্লাউজ কাস্টমাইজ করানো ভালো।

Image credits: Pinterest

বাংলার সুতির কাপড়ে তৈরি অফিস স্যুট, দুর্দান্ত স্টাইলিশ লুক পাবেন

নোরার ৬টি দুর্দান্ত শাড়ির লুক, বাজেট থেকে ব্র্যান্ডেড!

মায়ের পুরোনো ওড়না থেকে বানান নতুন ট্রেন্ডি টপ, স্টাইলে থাকুন সবার আগে

কোরিয়ান স্টাইলে সাজুন, কলেজ বা আউটিংয়ে ৫ টি ফ্যান্সি পোশাক