Bangla

নুসরতের ৮ শাড়ি

নুসরত জাহানের ৮ টি শাড়ির ডিজাইন

Bangla

জর্জেটের কাজ করা শাড়ি

হালকা নীল রঙের জর্জেট শাড়িতে নুসরতকে অপূর্ব দেখাচ্ছে। শাড়ির বর্ডারে রুপালি লেস ব্যবহার করা হয়েছে।

Image credits: Instagram
Bangla

লাল নেটের শাড়ি

লাল নেটের শাড়িতে নুসরতকে খুব সুন্দর লাগছে। বিয়ের অনুষ্ঠানের জন্য এই শাড়ি উপযুক্ত।

Image credits: Instagram
Bangla

গোলাপি ছাপা শাড়ি

সুতি শাড়িতে অসাধারণ লাগছে তাঁকে। এই ধরণের শাড়ির সঙ্গে ব্রালেট ব্লাউজ পরিধান করতে পারেন।

Image credits: Instagram
Bangla

জিব্রা প্রিন্টেড শাড়ি

নুসরতকে জিব্রা প্রিন্টেড জর্জেট শাড়িতে অসাধারণ দেখাচ্ছে। গ্রীষ্মের বিয়ের জন্য এই শাড়ি উপযুক্ত।

Image credits: Instagram
Bangla

সাদা শাড়ি

সাদা শাড়ি নুসরতের প্রিয়। এই শাড়ি দিনের অনুষ্ঠানের জন্য উপযুক্ত।

Image credits: Instagram
Bangla

কালো শাড়ি রুপালি লেস

কালো শাড়িতে চমৎকার লাগছে তাঁকে। শাড়িতে রুপালি লেস দিয়ে কাজ করা।

Image credits: Instagram
Bangla

লাল শিফন শাড়ি

লাল শিফন শাড়ি নুসরতের পছন্দের। এই শাড়ি আধুনিক ব্লাউজের সঙ্গে পরিধান করতে পারেন।

Image credits: Instagram
Bangla

বেগুনি অর্গ্যাঞ্জা শাড়ি

বেগুনি অর্গ্যাঞ্জা শাড়ি এখনও ফ্যাশনে আছে। নুসরত এই শাড়ির সঙ্গে ভারী গহনা পরিধান করেছেন।

Image credits: Instagram

নজর কাড়ুন আকর্ষণীয় কলমকারি ব্লাউজে, রইল ডিজাইনের হদিশ

ব্যাকলেস এখন পুরনো! রইল ৮টি লেটেস্ট ব্লাউজের ডিজাইন, দেখে নিন

পুরুষদের স্টাইলিং টিপস: ওজন ঢাকতে ৬টি পোশাক, রইল টিপস

২-ইন-১ ঝুমকা: সোনা বাদ দিয়ে বেছে নিন সাশ্রয়ী কানের দুল, রইল ডিজাইন