শুধু বসন্ত বা গ্রীষ্মকালেই নয়, শীতকালেও অনেক মহিলাই ক্রপ টপ পরেন। জিন্সের সঙ্গেই ক্রপ টপ বেশি পরলেও, অন্য পোশাকের সঙ্গেও পরা যায়।
নতুন একটা লুক চাইলে ধুতি প্যান্টের সাথে ক্রপ টপ পরুন। উৎসব, বিয়ে, ভ্রমণ, সব জায়গায় দিব্যি মানাবে।
ব্লাউজের বদলে ক্রপ টপ! নেট, সিল্ক, প্রিন্টেড- যেকোনও শাড়িতেই মানাবে। বেশ অন্যরকম লুক আসবে।
গ্রীষ্মের ছুটিতে ডেনিম বা হালকা শর্টসের সাথে ক্রপ টপ, স্টাইলিশ আর আরামদায়ক পোশাক।
অফিস বা অনুষ্ঠানে হাই-ওয়েস্ট ট্রাউজারের সাথে ক্রপ টপ- স্মার্ট আর অভিজাত লুক আসবে।
চোলির বদলে ক্রপ টপ! লেহেঙ্গার সঙ্গে ট্রেন্ডি লুক পান। এই বসন্তে বিয়েবাড়িতে এরকম পোশাকে যেতে পারেন।
আরাম আর স্টাইলের জন্য হাই-ওয়েস্ট পালাজোর সঙ্গে ক্রপ টপ-পারফেক্ট! বসন্ত, গ্রীষ্মে দিব্যি মানিয়ে যাবে।
ফলো করুন অর্জুন কাপুরের স্টাইল, রইল ৫টি কুর্তার ডিজাইন
৫ মিনিটেই পান স্টাইলিশ হেয়ারস্টাইল, নারীদের জন্য রইল বিশেষ টিপস
শাড়িতে ভক্তদের মনে আগুন জ্বালান সুস্মিতা সেন, দেখে নিন ছবি
ত্বক উজ্জ্বর হবে তেলের গুণে, রইল ত্বকের যত্নের বিশেষ টিপস