Bangla

জিন্স ছাড়াও ৬টি অন্য পোশাকের সঙ্গে পরা যায় ক্রপ টপ, দেখে নিন ফ্যাশন

শুধু বসন্ত বা গ্রীষ্মকালেই নয়, শীতকালেও অনেক মহিলাই ক্রপ টপ পরেন। জিন্সের সঙ্গেই ক্রপ টপ বেশি পরলেও, অন্য পোশাকের সঙ্গেও পরা যায়।

Bangla

ধুতি প্যান্টের সঙ্গে ক্রপ টপ পরা যেতে পারে, এতটুকু বেমানান মনে হয় না

নতুন একটা লুক চাইলে ধুতি প্যান্টের সাথে ক্রপ টপ পরুন। উৎসব, বিয়ে, ভ্রমণ, সব জায়গায় দিব্যি মানাবে।

Image credits: Pinterest
Bangla

শাড়ির সঙ্গে ক্রপ টপ পরে বিয়েবাড়িতে গিয়ে নিজেকে অনন্যা করে তুলুন

ব্লাউজের বদলে ক্রপ টপ! নেট, সিল্ক, প্রিন্টেড- যেকোনও শাড়িতেই মানাবে। বেশ অন্যরকম লুক আসবে।

Image credits: Pinterest
Bangla

শর্টসের সঙ্গে ক্রপ টপ পরুন, গ্রীষ্মকালে কোনও পার্টিতে মানিয়ে যাবে

গ্রীষ্মের ছুটিতে ডেনিম বা হালকা শর্টসের সাথে ক্রপ টপ, স্টাইলিশ আর আরামদায়ক পোশাক।

Image credits: Pinterest
Bangla

ট্রাউজারের সঙ্গে ক্রপ টপ পরা যেতে পারে, ফর্ম্যাল পোশাক মনে হতে বাধ্য

অফিস বা অনুষ্ঠানে হাই-ওয়েস্ট ট্রাউজারের সাথে ক্রপ টপ- স্মার্ট আর অভিজাত লুক আসবে।

Image credits: Pinterest
Bangla

লেহেঙ্গার সঙ্গে ক্রপ টপ পরে বিয়েবাড়ি যান, আপনিই সেরা আকর্ষণ হবেন

চোলির বদলে ক্রপ টপ! লেহেঙ্গার সঙ্গে ট্রেন্ডি লুক পান। এই বসন্তে বিয়েবাড়িতে এরকম পোশাকে যেতে পারেন।

Image credits: Pinterest
Bangla

পালাজোর সঙ্গে ক্রপ টপ অন্যরকম লুক আনবে, আধুনিকা, স্মার্ট মনে হবেই

আরাম আর স্টাইলের জন্য হাই-ওয়েস্ট পালাজোর সঙ্গে ক্রপ টপ-পারফেক্ট! বসন্ত, গ্রীষ্মে দিব্যি মানিয়ে যাবে।

Image credits: Pinterest

ফলো করুন অর্জুন কাপুরের স্টাইল, রইল ৫টি কুর্তার ডিজাইন

৫ মিনিটেই পান স্টাইলিশ হেয়ারস্টাইল, নারীদের জন্য রইল বিশেষ টিপস

শাড়িতে ভক্তদের মনে আগুন জ্বালান সুস্মিতা সেন, দেখে নিন ছবি

ত্বক উজ্জ্বর হবে তেলের গুণে, রইল ত্বকের যত্নের বিশেষ টিপস