Bangla

শুধু পোশাক নয়, এই হেয়ারস্টাইলগুলি আপনার মেয়েকে রাজকন্যা বানাবে!

আপনার ছোট্ট রাজকন্যার জন্য নানান সুন্দর হেয়ারস্টাইল
Bangla

দুই পাশে খোঁপা

মেয়েকে কিউট লুক দিতে চান? দেবী বাসুর মতো সিম্পল ও মিষ্টি দুই পাশে খোঁপা বানান। এতে চুল গুছিয়ে থাকবে এবং মেয়েকেও সুন্দর দেখাবে।

Image credits: Instagram
Bangla

ছোট্ট পরীর জন্য হেয়ারস্টাইল

ছোট বাচ্চাদের চুল ছোট হওয়ায় অনেকেই রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেন। আপনার ছোট্ট মেয়ের জন্য রইল নানান হেয়ারস্টাইল।

Image credits: Instagram
Bangla

সামনে বিনুনি, পেছনে খোঁপা

মেয়ের চুল একটু বড়? সামনে থেকে বিনুনি করে পেছনের চুল খোঁপা করে নিন। এটি আপনার মেয়ের চুলে খুব সুন্দর দেখাবে।

Image credits: Pinterest
Bangla

বিনুনি

নানাভাবে বিনুনি করে সাজান আপনার মেয়ের চুল। এই ট্রেন্ডি হেয়ারস্টাইলটি আপনার মেয়ের এথনিক পোশাকের সাথে খুব মানাবে।

Image credits: Pinterest
Bangla

ক্রিস-ক্রস হেয়ারস্টাইল

চুলকে সুন্দর ও গুছিয়ে রাখতে চান? ক্রিস-ক্রস করে বেঁধে নিন।

Image credits: pinterest
Bangla

সামনে খোলা বিনুনি

দেবী বাসুর মতো আপনার মেয়ের চুলে বিনুনি করে সামনের চুল খোলা রাখুন। ছোট ছোট ক্লিপ ও রাবার ব্যান্ড সুন্দর দেখাবে।

Image credits: Instagram

সকলের নজর কাড়তে ট্রাই করতে পারেন সেলিব্রিটিদের ইন্দো-ওয়েস্টার্ন লুক

শাড়িতে বানান স্টাইল স্টেটমেন্ট! ফলো করুন মিমি চক্রবর্তীকে, দেখুন ছবি

সিঁথিতে এই স্টাইলেও পরতে পারেন সিঁদুর, দেখে নিন ডিজাইন

অফিসে স্টাইলে নজর কেড়েছে Co-Ord সেট, রইল টিপস