Bangla

শাড়ির সঙ্গে পরুন এই রকম ঘড়িগুলি

শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুরি পরার বদলে অনেকেই ঘড়ি পরতে পছন্দ করেন। কিন্তু ভাবছেন কেমন ঘড়ি পরবেন বুঝতে পারছেন না? তাহলে জেনে নিন কোনটা পরলে ভালো লাগবে আপনাকে। 

Bangla

স্পাইরাল মেটালিক ঘড়ি

 এখনকার দিনে শাড়ির সঙ্গে ভারী চুড়ির পরিবর্তে ভারী মেটালিক ঘড়ি পরতে পারেন। এতে আপনার লুক আরও রাজকীয় লাগবে। 

Image credits: social media
Bangla

স্কোয়ার ডায়ালের চামড়ার স্ট্র্যাপ ঘড়ি

২ থেকে ৫ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডেড স্কোয়ার ডায়ালের চামড়ার স্ট্র্যাপ ঘড়ি পেয়ে যাবেন। এই ধরনের ঘড়ি শাড়ি ছাড়াও ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও পরতে পারেন। 

Image credits: social media
Bangla

রুপালি মেটালিক ঘড়ি পরুন

আপনি কালো ডায়ালের সঙ্গে রুপালি মেটালিক ঘড়ি পরতে পারেন। পুরনো চিরসবুজ। নতুন ঘড়ি পরে নিজেকে সাজান। দেখবেন একেবারে লুক বদলে গিয়েছে। 

Image credits: social media
Bangla

চওড়া স্ট্র্যাপের ঘড়ি বেছে নিন

শাড়ির সঙ্গে শুধু পাতলা স্ট্র্যাপের ঘড়িই ভালো লাগে এমন নয়। আপনি চওড়া স্ট্র্যাপের ঘড়িও পরে সাজতে পারেন। একেবারে অসাধারণ লাগবে আপনাকে। 

Image credits: social media
Bangla

কুন্দন জড়ানো ঘড়ি

আজকাল বাজারে ফ্যাশনেবল ঘড়ির চল বেড়েছে। আপনি চেন ডিজাইন ছেড়ে কুন্দন জড়ানো ঘড়িও পছন্দ করে শাড়ির সঙ্গে সাজতে পারেন। 

Image credits: social media
Bangla

ফ্লোরাল ডিজাইনের ঘড়ি

ফ্লোরাল ডিজাইনের ঘড়িও মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। আপনি রুপালি বা সোনালী ঘড়ি হাতে সাজিয়ে সুন্দর লুক পান। তাহলে একবার শাড়ির সঙ্গে ট্রাই করে দেখুন বাহারি লুকের স্টাইলিশ ঘড়ি।

Image credits: social media

শাড়ির সঙ্গে পরতে পারেন এরকম ৫ রকম ঘড়ি, দেখে নিন এক ঝলকে

দীপিকার মতো স্টাইলিশ লুক চাইলে এমন চুরিদার বেছে নিন, রইল টিপস

শাড়ির সঙ্গে ৫ রকম ঘড়ি পরতেই পারেন, আরও স্টাইলিশ লাগবে

গরমে প্রিন্টেড ব্লাউজ দুর্দান্ত স্টাইলিশ, দাম মাত্র ৫০০ টাকা