Bangla

হোলির রঙে চুলের যাতে ক্ষতি না হয় তারই জন্য রইল টিপস

Bangla

কেমিক্যালযুক্ত রঙ

কেমিক্যালযুক্ত রঙ আপনার চুলের অনেক ক্ষতি করে, যার ফলে মসৃণ চুলও রুক্ষ ও প্রাণহীন হয়ে যেতে পারে। এখানে কিছু টিপস আপনাকে সাহায্য করবে।

Image credits: pinterest
Bangla

চুলের যত্ন কীভাবে নেবেন

হোলির দিন একটু অসাবধানতার কারণে আপনার সুন্দর চুল নষ্ট হয়ে যেতে পারে। আসুন জেনে নেই হোলির রঙ থেকে চুলকে সুরক্ষিত রাখার কিছু টিপস।

Image credits: pinterest
Bangla

চুল খোলা রাখবেন না

ট্রেন্ডি রিলের যুগে অনেকেই হোলির দিনও চুল খোলা রাখেন, কিন্তু এতে চুলের বেশি ক্ষতি হতে পারে, তাই চুল বেঁধে রাখুন।

Image credits: pinterest
Bangla

চুলে তেল লাগান

হোলি খেলার আগে চুলে তেল লাগান এবং ভালো করে বিনুনি অথবা খোঁপা করে নিন। লেবু মেশানো তেল লাগালে ভালো হয়। আপনি সরিষার তেল, বাদাম তেল, নারকেল তেল বা জলপাই তেল ব্যবহার করতে পারেন। 

Image credits: pinterest
Bangla

চুলে সুরক্ষা স্তর তৈরি করুন

হোলির রঙ থেকে চুলকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হল চুল ভালো করে বেঁধে রাখা। এতে চুলের গোড়ায় আবির বা রঙ লাগবে না। 

Image credits: pinterest
Bangla

এই টিপস কাজে লাগবে

হোলি খেলার পরে কড়া শ্যাম্পু ব্যবহার করবেন না। চুল ধোয়ার পরে ভালো করে কন্ডিশনার লাগান। যদি আপনার চুল খুব রুক্ষ হয়ে যায় তাহলে অ্যালোভেরা জেল লাগান।

Image credits: pinterest

রইল হোলিতে ছোট্ট রাজকন্যার জন্য পারফেক্ট পোশাকের আইডিয়া, দেখে নিন

শ্রদ্ধার মতো শাড়ি পরুন, দেখুন অভিনেত্রীর স্টাইলিস্ট ছবি

ইফতার পার্টিতে নজর কাড়ুন, রইল ৭টি পাকিস্তানি সুটের ডিজাইনের হদিশ

হোলির সাজ পারফেক্ট করতে বেছে নিন ট্রেন্ডি কানের দুল, রইল হদিশ