সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর বেড়াতে খুবই ভালোবাসেন। তাঁর ছুটি কাটানোর অন্যতম প্রিয় জায়গা সমুদ্র।
সচিন তেন্ডুলকরের কন্যা সারা বর্তমানে বেশ আলোচিত। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে থাকেন।
সারা তেন্ডুলকর তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিয়মিত একের পর এক ছবি শেয়ার করেন। অনুরাগীরাও তাঁর পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
সারা তেন্ডুলকর ভ্রমণের খুবই শৌখিন। তাঁকে বহুবার সৈকতে আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক তাঁর কিছু সৈকতের ছবি।
এই ছবিতে দেখা যাচ্ছে কিভাবে সারা তেন্ডুলকর সমুদ্রের ঢেউয়ে ওয়াটার সার্ফিং উপভোগ করছেন। ভক্তরা তাঁর এই রূপ পছন্দ করছেন।
সারার এই ছবিটি অস্ট্রেলিয়ার, যেখানে তিনি সমুদ্রের ঢেউয়ে ভাসছেন। তাঁর আনন্দের কোনও সীমা নেই।
এই ছবিতে সারা সমুদ্রের পাশে বসে আছেন এবং তাঁর মনোমুগ্ধকর রূপে ভক্তদের মন জয় করে নিচ্ছেন। তাঁর সৌন্দর্য অতুলনীয়।
এই ছবিতে দেখা যাচ্ছে কীভাবে সারা তেন্ডুলকার সমুদ্রের জলে আকর্ষণীয় রূপ দেখাচ্ছেন। সারার এই সুন্দর রূপের কোনও জবাব নেই।