Bangla

কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর বেড়াতে খুবই ভালোবাসেন। তাঁর ছুটি কাটানোর অন্যতম প্রিয় জায়গা সমুদ্র।

Bangla

সচিন তেন্ডুলকরের মতোই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন সারা

সচিন তেন্ডুলকরের কন্যা সারা বর্তমানে বেশ আলোচিত। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে থাকেন।

Image credits: insta/saratendulkar
Bangla

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য নিয়মিত ছবি, ভিডিও শেয়ার করেন সারা

সারা তেন্ডুলকর তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিয়মিত একের পর এক ছবি শেয়ার করেন। অনুরাগীরাও তাঁর পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

Image credits: insta/saratendulkar
Bangla

সারা তেন্ডুলকর একা বা বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে সমুদ্রই বেছে নেন

সারা তেন্ডুলকর ভ্রমণের খুবই শৌখিন। তাঁকে বহুবার সৈকতে আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক তাঁর কিছু সৈকতের ছবি।

Image credits: insta/saratendulkar
Bangla

একা সমুদ্রতীরে বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস বেছে নিয়েছেন সারা

এই ছবিতে দেখা যাচ্ছে কিভাবে সারা তেন্ডুলকর সমুদ্রের ঢেউয়ে ওয়াটার সার্ফিং উপভোগ করছেন। ভক্তরা তাঁর এই রূপ পছন্দ করছেন।

Image credits: insta/saratendulkar
Bangla

গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়ে সমুদ্রে সার্ফিং করেন সারা

সারার এই ছবিটি অস্ট্রেলিয়ার, যেখানে তিনি সমুদ্রের ঢেউয়ে ভাসছেন। তাঁর আনন্দের কোনও সীমা নেই।

Image credits: insta/saratendulkar
Bangla

ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, সেই সময়ই সেখানে ছিলেন সারা

এই ছবিতে সারা সমুদ্রের পাশে বসে আছেন এবং তাঁর মনোমুগ্ধকর রূপে ভক্তদের মন জয় করে নিচ্ছেন। তাঁর সৌন্দর্য অতুলনীয়।

Image credits: insta/saratendulkar
Bangla

সমুদ্রে ভ্রমণ উপভোগ করেন সারা, তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসেন

এই ছবিতে দেখা যাচ্ছে কীভাবে সারা তেন্ডুলকার সমুদ্রের জলে আকর্ষণীয় রূপ দেখাচ্ছেন। সারার এই সুন্দর রূপের কোনও জবাব নেই।

Image credits: insta/saratendulkar

কম খরচে ঘর সাজাতে চান? জেনে নিন ৬ টি টিপস

স্লিম লুকের জন্য বেছে নিতে পারেন দীপিকার মতো ৫টি হেয়ারস্টাইল

অফিসে নিজেকে স্টাইলিশ দেখাতে চান? টিপস দিচ্ছেন সারা আলি খান

বাঙালি মেয়েদের জন্য রইল ৬টি সুন্দর শাড়ি, দেখে নিন এক ঝলকে