Bangla

নিয়মিত শ্যাম্পু করুন

গরমের সময় সঠিক ভাবে চুল পরিষ্কার করা দরকার। এই সময় এক কিংবা দুদিন অন্তত শ্যাম্পু করুন।

Bangla

স্টাইলিং কম করুন

গরমের সময় যতটা পারবেন কম হিট দিন। হিট দিলে একদিকে যেমন চুল রুক্ষ্ম হয়ে যায় তেমনই বাড়ে চুল পড়ার সমস্যা।

Image credits: Getty
Bangla

কন্ডিশনিং করুন

অবশ্যই কন্ডিশনার দিন। শ্যাম্পু করার পর ডিপ কন্ডিশন করুন চুলে। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।

Image credits: Getty
Bangla

ভিজে চুল বাঁধবেন না

সাময়িক আরাম পেতে অনেকেই ভিজে চুল বেঁধে ফেলেন। এই ভুল একেবারে নয়। এতে চুলের গোড়া পচে যায়।

Image credits: Getty
Bangla

শক্ত করে চুল বাঁধবেন না

গরমের সময় খুব শক্ত করে চুল বাঁধবেন না। এতে আরাম লাগে ঠিকই কিন্তু শক্ত করে চুল বাঁধার কারণে চুল ছিঁড়ে যেতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস।

Image credits: Getty
Bangla

ডগা ফাটা

চুল ভালো রাখতে নির্দিষ্ট সময় অন্তত কাটিং করা দরকার। তা না হলে বাড়তে থাকে ডগা ফাটার সমস্যা। মেনে চলুন বিশেষ টিপস।

Image credits: Getty
Bangla

দই, অ্যাপেল সিডার ভিনিগার ও মধুর প্যাক

দই, অ্যাপেল সিডার ভিনিগার ও মধু দিয়ে প্যাক বানান। সব কয়টি উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। তা চুলের স্ক্যাল্প থেকে চুলের ডগাতে লাগান। 

Image credits: Getty
Bangla

অ্যাভোকাডো ও দুধের প্যাক

অ্যাভোকাডো ও দুধ দিয়ে প্যাক বানান। অ্যাভোকাডো কেটে বীজ বের করে নিন। তা চটকে তাতে মেশান দই। মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। তৈরি প্যাক

Image credits: Getty
Bangla

স্ট্রবেরির হেয়ার মাস্ক

৩ থেকে ৪ টে স্ট্রবেরি নিয়ে তার সবুজ অংশ কেটে বাদ দিন। এবার তা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তাতে মেশান নারকেল তেল। মেশান আমন্ড তেল। এবার মেশান মধু। 

Image credits: Getty
Bangla

হেয়ার প্যাক

এভাবে চুলের যত্ন নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই সকল প্যাক। এতে চুল ভালো থাকবে তেমনই দূর হবে চুলের সমস্যা।

Image Credits: Getty