বাজারের দামি ক্রিমে অনেক রাসায়নিক থাকে যা ত্বকের ক্ষতি করে। ঘরোয়া উপায়ে রাসায়নিক না থাকায় ত্বক ভালো থাকে।
মুখে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে, বলিরেখা কমে। নিয়মিত মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
লেবুতে ভিটামিন সি আছে। মধু ত্বক মসৃণ করে। দুটো একসাথে মিশিয়ে মুখে লাগালে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে নারকেল তেল লাগিয়ে ম্যাসাজ করলে বলিরেখা কমে।
একটা পাকা কলা চটকে তাতে অল্প দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি বলিরেখা প্রতিরোধ করে।
চন্দন বলিরেখা কমায়, গোলাপজল ত্বক ঠান্ডা করে। দুটো একসাথে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন।
ত্বককে বলিরেখামুক্ত ও সুস্থ রাখতে পর্যাপ্ত জল ও ঘুম অপরিহার্য।
Mangalsutra Designs: অফিসের জন্য ৮ হালকা স্টাইলিশ মঙ্গলসূত্র ডিজাইন
ককটেল রিং: ৬ টি দুর্দান্ত ডিজাইনের আংটি রইল বিশেষ অনুষ্ঠানের জন্য
রইল ৫০+ মেয়েদের জন্য ফ্যাশন টিপস, মেনে মাধুরীর ফ্যাশন স্টেইটমেন্ট
৩০০ টাকায় দুর্দান্ত লেহেঙ্গা! জয়পুরের বাজেটের মধ্যে বিয়ের শপিং