মায়ের পুরনো শাড়িকে এভাবেই কাজে লাগান, তৈরি হবে নতুন স্যুট
Fashion beauty Mar 10 2025
Author: Saborni Mitra Image Credits:instagram
Bangla
পুরোনো শাড়ি থেকে স্যুট বানান
আপনি আপনার দিদা বা মায়ের পুরোনো শাড়ি থেকে সুন্দর আনারকলি স্যুট বানিয়ে নিতে পারেন। এই স্যুটের সাথে আলাদা করে একটি সুন্দর প্রিন্টেড ওড়না কিনে নিজেকে সাজান।
Image credits: instagram
Bangla
শিফন পিঙ্ক ফ্লোরাল স্যুট
গরমকালে হালকা শিফনের শাড়ি সবাই পরে। মাকে যদি নতুন শাড়ি কিনে দিতে হয়, তাহলে তার থেকে পুরোনো শাড়ি দিয়ে নিজের জন্য একটা স্যুট বানিয়ে নিজেকে সাজিয়ে তুলুন।
Image credits: pinterest
Bangla
কটন শাড়ি থেকে স্যুট বানান
গরমের জন্য গোলাপি রঙের এই শাড়ি দিয়ে একটা স্ট্রেট লং স্যুট বানিয়ে নিতে পারেন। এর সাথে ম্যাচিং প্যান্ট পরুন।
Image credits: pinterest
Bangla
জর্জেট শাড়ির স্যুট হবে দারুণ
জরি পাড় দেওয়া জর্জেট শাড়ি দিয়েও স্যুট বানিয়ে নিতে পারেন। ফুল স্লিভ স্যুটের নিচের দিকে এম্ব্রয়ডারি কাজ থাকলে দেখতে আরও ভালো লাগে।
Image credits: pinterest
Bangla
বেনারসি সিল্ক শাড়ির স্যুট
আপনার দিদার লাল বা নীল রঙের বেনারসি শাড়ি দিয়ে স্যুট বানিয়ে নিজেকে আরও সুন্দর করে তুলতে পারেন। এর সাথে মানানসই ঝুমকা পরলে লুকটি সম্পূর্ণ হবে।
Image credits: pinterest
Bangla
সাটিনের কাপড়ে ঝলমলিয়ে উঠুন
গরমকালে কোনো পার্টিতে পরার জন্য সাটিনের স্যুট বানিয়ে নিতে পারেন। সাটিনের পার্পেল শাড়ি দিয়ে স্যুট বানান এবং এর সাথে ফ্লোরাল ওড়না বেছে নিন।