Bangla

মায়ের পুরনো শাড়িকে এভাবেই কাজে লাগান, তৈরি হবে নতুন স্যুট

Bangla

পুরোনো শাড়ি থেকে স্যুট বানান

আপনি আপনার দিদা বা মায়ের পুরোনো শাড়ি থেকে সুন্দর আনারকলি স্যুট বানিয়ে নিতে পারেন। এই স্যুটের সাথে আলাদা করে একটি সুন্দর প্রিন্টেড ওড়না কিনে নিজেকে সাজান।

Image credits: instagram
Bangla

শিফন পিঙ্ক ফ্লোরাল স্যুট

গরমকালে হালকা শিফনের শাড়ি সবাই পরে। মাকে যদি নতুন শাড়ি কিনে দিতে হয়, তাহলে তার থেকে পুরোনো শাড়ি দিয়ে নিজের জন্য একটা স্যুট বানিয়ে নিজেকে সাজিয়ে তুলুন।

Image credits: pinterest
Bangla

কটন শাড়ি থেকে স্যুট বানান

গরমের জন্য গোলাপি রঙের এই শাড়ি দিয়ে একটা স্ট্রেট লং স্যুট বানিয়ে নিতে পারেন। এর সাথে ম্যাচিং প্যান্ট পরুন। 

Image credits: pinterest
Bangla

জর্জেট শাড়ির স্যুট হবে দারুণ

জরি পাড় দেওয়া জর্জেট শাড়ি দিয়েও স্যুট বানিয়ে নিতে পারেন। ফুল স্লিভ স্যুটের নিচের দিকে এম্ব্রয়ডারি কাজ থাকলে দেখতে আরও ভালো লাগে। 

Image credits: pinterest
Bangla

বেনারসি সিল্ক শাড়ির স্যুট

আপনার দিদার লাল বা নীল রঙের বেনারসি শাড়ি দিয়ে স্যুট বানিয়ে নিজেকে আরও সুন্দর করে তুলতে পারেন। এর সাথে মানানসই ঝুমকা পরলে লুকটি সম্পূর্ণ হবে।

Image credits: pinterest
Bangla

সাটিনের কাপড়ে ঝলমলিয়ে উঠুন

গরমকালে কোনো পার্টিতে পরার জন্য সাটিনের স্যুট বানিয়ে নিতে পারেন। সাটিনের পার্পেল শাড়ি দিয়ে স্যুট বানান এবং এর সাথে ফ্লোরাল ওড়না বেছে নিন।

Image credits: pinterest

৬টি ট্রেন্ডি নেকলাইন ব্লাউজ, পরলেই সকলের নজর কাড়তে পারবেন

সুইটহার্ট ব্লাউজ ডিজাইন: আপনার পছন্দসই ৭টি দুর্দান্ত আইডিয়া

হোলির পার্টিতে পলকের মতো সালোয়ার স্যুট পরে চমক দিতে পারেন

৫০-এর ওপর বয়স? নিজেকে জুহি চাওলার স্টাইল স্টেটমেন্টে সাজিয়ে তুলুন