Bangla

রান্না করা মুরগি কতদিন ফ্রিজে রাখা যাবে?

রান্না করা মুরগি ফ্রিজে কতদিন ভালো থাকে? জানুন আরও বিশদে। 

Bangla

সংরক্ষণ পদ্ধতি

রান্না করা মুরগির স্থায়িত্বকাল সংরক্ষণ পদ্ধতির উপর নির্ভর করে।

Image credits: social media
Bangla

বাতাস বন্ধ পাত্র

রান্না করা মুরগি বাতাস বন্ধ পাত্রে সংরক্ষণ করুন। এটি মুরগিকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করবে।

Image credits: social media
Bangla

ফ্রিজের তাপমাত্রা

রান্না করা মুরগি ফ্রিজে চার ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। এতে মুরগি ৩-৪ দিন পর্যন্ত ভালো থাকবে।

Image credits: Facebook
Bangla

ঘরের তাপমাত্রা

রান্না করা মুরগি ঘরের তাপমাত্রায় ২ ঘণ্টার বেশি রাখা উচিত নয়। তার আগেই ফ্রিজে রাখা ভালো।

Image credits: our own
Bangla

ফ্রোজেন মুরগি

ফ্রিজে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে ফ্রোজেন মুরগি রাখতে হবে। ২-৬ মাসের মধ্যে ব্যবহার করুন।

Image credits: Freepik-azerbaijan_stockers
Bangla

সস

মুরগিতে সস মেশানো থাকলে তার স্থায়িত্বকাল কমে যায়। তাই রান্না করা মুরগি তাজা কিনা তা নিশ্চিত করুন।

Image credits: Freepik

ক্লান্তি দূর করতে ডায়েটে রাখুন এই ৭টি খাবার, জেনে নিন কী কী

খালি পেটে নারকেল খাওয়ার উপকারিতা

মাছের ডিমের উপকারিতা: স্বাস্থ্যের জন্য আশ্চর্য উপহার

কমলালেবুর চেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ৮টি খাবার