Bangla

৫ মিনিটে ৮০০ টাকা কেজির মিষ্টি, শিবরাত্রিতে ভোগ

শিবরাত্রির জন্য ৫ মিনিটে তৈরি করুন সুস্বাদু মিল্ক কেক।
Bangla

ইন্সট্যান্ট মিল্ককেক বানানোর উপকরণ

১ কাপ মিল্ক পাউডার, ১/২ কাপ দুধ, ২ বড় চামচ ঘি, ১/২ কাপ চিনি, ১/৪ ছোট চামচ এলাচ গুঁড়ো, ১/২ লেবুর রস বা ফিটকিরি, ১ বড় চামচ কাটা বাদাম-পেস্তা

Image credits: Pinterest
Bangla

এভাবে বানান ইন্সট্যান্ট মিল্ককেক

একটি নন-স্টিক প্যানে ঘি গরম করে চিনি ও দুধ মিশিয়ে নিন।

Image credits: Pinterest
Bangla

লেবুর রস বা ফিটকিরি দিন

দুধে দানা আনতে লেবুর রস বা ফিটকিরি দিয়ে নাড়তে থাকুন।

Image credits: Pinterest
Bangla

মিল্ক পাউডার দিন

এবার মিল্ক পাউডার দিয়ে গোল গোল নাড়তে থাকুন।

Image credits: Pinterest
Bangla

ঘন হওয়া পর্যন্ত রান্না করুন

মিশ্রণটি ঘন হলে এলাচ গুঁড়ো ও বাদাম-পেস্তা মিশিয়ে নিন।

Image credits: Pinterest
Bangla

মিল্ককেক সেট করুন

ঘি মাখানো প্লেটে ঢেলে ৫ মিনিট ঠান্ডা করে কেটে পরিবেশন করুন।

Image credits: Pinterest
Bangla

অতিরিক্ত টিপস

বাদামী রঙ চাইলে আরও কিছুক্ষণ রান্না করুন। ফিটকিরি ও লেবুর বদলে ভিনিগার ব্যবহার করতে পারেন। ২-৩ দিন সংরক্ষণ করতে পারবেন।

Image credits: Pinterest

আকর্ষণীয় ৭টি সোফা ডিজাইন, বাড়াবো ঘরের সৌন্দর্য

মা লক্ষ্মী নাম দিয়ে রাখুন বাচ্চার নাম, রইল এক বিশেষ টিপস

ব্যবহৃত টয়লেট পেপার রোল দিয়ে ৮টি মজার ক্রাফ্ট

কম খরচে ঘর সাজানোর সহজ টিপস, যা ঘরকে দেবে নান্দনিক লুক