১ কাপ মিল্ক পাউডার, ১/২ কাপ দুধ, ২ বড় চামচ ঘি, ১/২ কাপ চিনি, ১/৪ ছোট চামচ এলাচ গুঁড়ো, ১/২ লেবুর রস বা ফিটকিরি, ১ বড় চামচ কাটা বাদাম-পেস্তা
একটি নন-স্টিক প্যানে ঘি গরম করে চিনি ও দুধ মিশিয়ে নিন।
দুধে দানা আনতে লেবুর রস বা ফিটকিরি দিয়ে নাড়তে থাকুন।
এবার মিল্ক পাউডার দিয়ে গোল গোল নাড়তে থাকুন।
মিশ্রণটি ঘন হলে এলাচ গুঁড়ো ও বাদাম-পেস্তা মিশিয়ে নিন।
ঘি মাখানো প্লেটে ঢেলে ৫ মিনিট ঠান্ডা করে কেটে পরিবেশন করুন।
বাদামী রঙ চাইলে আরও কিছুক্ষণ রান্না করুন। ফিটকিরি ও লেবুর বদলে ভিনিগার ব্যবহার করতে পারেন। ২-৩ দিন সংরক্ষণ করতে পারবেন।
আকর্ষণীয় ৭টি সোফা ডিজাইন, বাড়াবো ঘরের সৌন্দর্য
মা লক্ষ্মী নাম দিয়ে রাখুন বাচ্চার নাম, রইল এক বিশেষ টিপস
ব্যবহৃত টয়লেট পেপার রোল দিয়ে ৮টি মজার ক্রাফ্ট
কম খরচে ঘর সাজানোর সহজ টিপস, যা ঘরকে দেবে নান্দনিক লুক