Bangla

সাদা চুল ঢাকার ৫ টি সহজ টিপস, কালার লাগবে না

Bangla

কভারআপ হেয়ার পাউডার

যদি আপনার সামনের চুলগুলো সাদা হয়, তাহলে কালার করার পরিবর্তে কভারআপ হেয়ার পাউডার ব্যবহার করতে পারেন। ২ সেকেন্ডেই আপনার সাদা চুল কালো হয়ে যাবে। 

Image credits: Social media
Bangla

রুট কনসিলার স্প্রে

তাড়াহুড়োয় চুল কালো করতে চাইলে রুট কনসিলার স্প্রে ব্যবহার করতে পারেন। এতে চুলের পাতলা অংশও ঘন দেখাবে। 

Image credits: Social media
Bangla

আমলার গুঁড়োর মিশ্রণ

৪ চামচ আমলার গুঁড়ো নারকেল তেলে মিশিয়ে রান্না করে ঠান্ডা হলে ছেঁকে একটি বোতলে ভরে নিন। চুলে প্রায় ২ ঘন্টা মিশ্রণটি লাগিয়ে রাখুন। 

Image credits: Social media
Bangla

সরিষার তেল দিয়ে তৈরি করুন পেস্ট

গরম সরিষার তেলে (কাঁচা ঘানি) পিষে হলুদ কালো না হওয়া পর্যন্ত রান্না করুন। ঠান্ডা হলে তেল ছেঁকে নিন এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান।

Image credits: Social media
Bangla

মাসকারা দিয়ে চুল হবে কালো

যদি আপনার মাথায় ২-৪ টা সাদা চুল থাকে তাহলে কালার লাগানোর পরিবর্তে মাসকারা ব্যবহার করুন। এতে ২ সেকেন্ডেই চুল কালো হয়ে যাবে। 

Image credits: Social media

মায়ের জন্য ৫টি রুপোর পায়েল উপহার দিন

World Nail Day: জেনে নিন নেইল এক্সটেনশনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে

বাচ্চা ছেলেদের জন্য রইল ৭টি ইউনিক নাম, দেখে নিন এক ঝলকে

মাতৃ দিবসে মাকে দিন স্টাইলিশ সুট, মা বলবে 'সেরা উপহার'