মানি প্ল্যান্টবিহীন বাড়ি খুব কমই দেখা যায়। মানি প্ল্যান্ট রাখার উপকারিতা সম্পর্কে জেনে নিন।
বাতাসে থাকা ফর্মালডিহাইড, বেনজিনের মতো বিষাক্ত পদার্থ দূর করে বাতাসকে পরিশুদ্ধ করে।
মানি প্ল্যান্টের খুব একটা যত্নের প্রয়োজন হয় না। তাই এটি সহজেই জন্মানো যায়।
শুষ্ক আবহাওয়ায় আর্দ্রতা ধরে রাখতে মানি প্ল্যান্ট সাহায্য করে। তাই গরম অনুভূত হয় না।
একটা মানি প্ল্যান্ট থেকে অনেকগুলো গাছ জন্মানো যায়। গাছ থেকে ছোট ডাল কেটে মাটিতে বা জেলের মধ্যে রাখলেই হবে।
গাছপালা মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানি প্ল্যান্টও মানুষের মানসিক চাপ কমাতে পারে।
বাড়িকে সুন্দর করতে এবং সবুজ করতে মানি প্ল্যান্ট লাগালেই হবে। লতানো গাছ হিসেবে, টবে বা ঝুলিয়ে এটি জন্মানো যায়।
গরম বাতাস আটকে ঘর ঠান্ডা রাখতে মানি প্ল্যান্ট সাহায্য করে। তাই গরমের সময় এটি রাখা উপকারী।
রান্না ছাড়াও এই সাত কাজে ব্যবহার করতে পারেন নুন, জেনে নিন কী কী
রান্নার পর সবজি-ফলের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন এইভাবে, রইল টিপস
সাওয়ানে লাল-গোলাপি শাড়িতে মন জুড়াবে, কেমন সাজবেন? রইল টিপস
মানিব্যাগে একদম রাখবেন না এই জিনিসগুলি, কী কী?