পিস লিলি অন্যতম সুন্দর একটি গাছ। বাড়ির ভেতরে পিস লিলি লাগানোর সময় এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে।
গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জল দেওয়া দরকার। পাতা হলুদ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে।
গাছের বৃদ্ধির জন্য জল প্রয়োজন হলেও অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। জল জমে থাকলে গাছ নষ্ট হয়ে যেতে পারে।
ট্যাপের জলে ক্লোরিনের মতো রাসায়নিক থাকে। এই জল ব্যবহার করা গাছের জন্য ভালো নয়। এটি গাছ নষ্টের কারণ হতে পারে।
সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকলে টবে জল জমে গাছের শিকড় পচে যেতে পারে। এটি গাছের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে।
পিস লিলি গাছের জন্য আর্দ্রতা প্রয়োজন। আর্দ্রতার অভাবে গাছ দ্রুত নষ্ট হয়ে যায়।
পিস লিলি গাছে অতিরিক্ত সার দেওয়া এড়িয়ে চলুন। এর ফলে গাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
গাছের জন্য সূর্যালোক প্রয়োজন হলেও সরাসরি রোদ গাছের ক্ষতি করে। তাই পিস লিলি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ লাগে না।
শোবার ঘরে রাখার জন্য উপযুক্ত ৭টি ইন্ডোর প্ল্যান্ট, দেখে নিন তালিকা
বেডরুমের জন্য রইল উপযুক্ত ৭টি ইন্ডোর প্ল্যান্টের হদিশ
রান্নাঘরের এই ভুলগুলো কোলেস্টেরল বাড়ার কারণ হতে পারে
ত্বকের যত্নে নিমের ৭টি আশ্চর্যজনক উপকারিতা কী কী?