Bangla

খাবার

বাইরে গেলে আমরা পছন্দের খাবার খাই। কিন্তু সব ধরনের খাবার খাওয়া নিরাপদ নয়।

Bangla

কাটা ফল

বাইরে থেকে কাটা ফল কিনে খাওয়া নিরাপদ নয়। এতে জীবাণু থাকার সম্ভাবনা বেশি থাকে।

Image credits: Getty
Bangla

স্যালাড খাওয়া

পুষ্টিকর খাবার খাওয়া ভালো হলেও, বাইরে থেকে এই ধরনের খাবার খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। এগুলি তাজা না হলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

Image credits: Getty
Bangla

গরম খাবার

বাইরে থেকে খাওয়ার সময় গরম খাবার কেনার চেষ্টা করুন। কারণ এতে জীবাণুর উপস্থিতি কম থাকে।

Image credits: Getty
Bangla

বোতলের জল

জলের মাধ্যমেই ফুড পয়জেনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই, শুধুমাত্র বিশুদ্ধ জল কিনে পান করার ওপর জোর দিন।

Image credits: Getty
Bangla

স্ট্রিট ফুড

বাইরে গেলে স্ট্রিট ফুড খাওয়ার অভ্যাস প্রায় সবারই আছে। পরিষ্কার জায়গা থেকে এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন।

Image credits: Getty
Bangla

স্যানিটাইজার রাখুন

বাইরে বেরোনোর সময় স্যানিটাইজার, স্যানিটাইজার বা সাবান সঙ্গে  রাখা ভালো। খাবার আগে  হাত পরিষ্কার করলে জীবাণু ছড়ানো প্রতিরোধ করা যায়।

Image credits: Getty
Bangla

সতর্ক থাকুন

বাইরে থেকে খাবার কেনার সময় রঙ বা গন্ধে কোনো পরিবর্তন দেখলে সতর্ক হন। এই ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন।

Image credits: Getty

বিনা খরচে এই ৬টি গাছ লাগান, পান বিশুদ্ধ বাতাস ও ঘরের সৌন্দর্য

শোবার ঘরে ইনডোর প্ল্যান্ট লাগানোর আগে এই ৭টি বিষয় অবশ্যই জানুন

রান্নাঘরে এই গাছটি লাগান, রইল ৭টি উপকারিতা

শীতকালে সাপের উপদ্রব থেকে বাঁচতে এই কাজগুলি করুন