অনেক গুণাবলী রয়েছে ঔষধি গাছগুলিতে। মাটির প্রয়োজন হয় না। জলেও ভালো জন্মায়।
গাছ থেকে ছোট একটি ডাল কেটে জলে রাখলেই জন্মে। খুব একটা যত্নের প্রয়োজন হয় না।
গাছ থেকে ছোট ডাল কেটে জলে রাখলেই হবে। সস ও ডিপে স্বাদের জন্য অরিগানো ব্যবহার করা হয়।
ভালো হজম, মাথাব্যথা, পেট ব্যথা কমাতে পুদিনা পাতা সাহায্য করে। জলে সহজেই জন্মায়।
সময় লাগলেও ভালো জন্মায়। জলের গাছ হলেও রোদে রাখাই ভালো।
ফুল আসার আগে ছোট ডাল কেটে রোদে রাখতে হবে। জন্মাতে সময় লাগে।
তিন ইঞ্চি লম্বা ডাল কেটে জলে রাখলে জন্মে।
অনেক গুণ রয়েছে লেবু বাম গাছে। সহজেই জন্মে। রোদের প্রয়োজন হয় না।
বাড়িতে পোকামাকড় দূর করার ৭ টি ঔষধি গাছ
বাসন থেকে দুর্গন্ধ দূর করার ৭টি সহজ উপায়!
চাণক্য নীতি: ৪ পরিস্থিতিতে নারীদের চুপ থাকা উচিত
বেডরুমে রাখার জন্য ৭টি উপকারী গাছ কোনগুলি?