কোন ৪টি কাজ স্বামী-স্ত্রী একসাথে করবেন না?
Bangla

কোন ৪টি কাজ স্বামী-স্ত্রী একসাথে করবেন না?

চাণক্য নীতি অনুসারে স্বামী-স্ত্রীর কিছু কাজ একসাথে করা উচিত নয়।
মনে রাখবেন এই ৪টি বিষয়
Bangla

মনে রাখবেন এই ৪টি বিষয়

আচার্য চাণক্য তাঁর নীতিতে ৪টি এমন কাজের কথা বলেছেন যা ভুলেও স্বামী-স্ত্রীর একসাথে করা উচিত নয়। এমনটা করলে অশুভ ফল পাওয়া যায়। জেনে নিন কোন ৪টি কাজ…

Image credits: Getty
এক থালিতে  খাবেন না
Bangla

এক থালিতে খাবেন না

মহাভারত অনুসারে, স্বামী-স্ত্রীর এক থালিতে ভোজন করা উচিত নয়। এমন ভোজন মদ্যপানের সমান। প্রথমে স্বামীর ভোজন করা উচিত এবং তারপর স্ত্রীর।

Image credits: Getty
একসাথে স্নান  করবেন না
Bangla

একসাথে স্নান করবেন না

আচার্য চাণক্যের মতে, স্বামী-স্ত্রীর একসাথে স্নান করা উচিত নয়। স্বামী-স্ত্রী তীর্থযাত্রায় গেলেও সেখানেও একসাথে নদীতে স্নান করার নিষেধ আছে। এই বিষয়টি মনে রাখবেন।

Image credits: Getty
Bangla

তামসিক পূজায় যাবেন না

স্বামী যদি কোন তামসিক পূজা করেন, তাহলে স্ত্রীর তাতে অংশগ্রহণ করা উচিত নয়। এরকম পূজা শুধুমাত্র পুরুষদের জন্য। এই পূজায় মাংস-মদ ব্যবহার করা হয়। স্ত্রীর এ থেকে বিরত থাকা উচিত।

Image credits: Getty
Bangla

নিষিদ্ধ স্থানে যাবেন না

যেসব স্থানে কোনও মহিলার যাওয়ার নিষেধাজ্ঞা আছে, সেখানে স্বামীর সাথেও স্ত্রীর যাওয়া থেকে বিরত থাকা উচিত। অনেক সময় এরকম পরিস্থিতি অত্যন্ত অপমানজনক এবং লজ্জাজনক হতে পারে।

Image credits: Getty

কৃত্রিম গাছ দিয়ে ঘর সাজানোর টিপস জেনে নিন!

কম বাজেটে ঘর সাজানোর ৫টি টিপস!

ডিমের খোসা দিয়ে তৈরি করে ফেলুন অসাধারণ কিছু শিল্পকর্ম, রইল আইডিয়া

জেনে নিন মানি প্ল্যান্ট রাখার ৪টি অব্যর্থ উপকারিতা, বাড়বে আয়