Bangla

রান্নাঘরের অভ্যাস

রান্নাঘর হল খাবার তৈরির জায়গা। তাই স্বাস্থ্যের যত্নও এখান থেকেই শুরু করা উচিত। এই বিষয়গুলো খেয়াল রাখুন।

Bangla

তেলের ব্যবহার

খাবার তৈরির সময় অতিরিক্ত তেল ব্যবহার এড়িয়ে চলুন। এটি শরীরে ক্যালোরির পরিমাণ বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল তৈরি করে।

Image credits: Getty
Bangla

ভাজা খাবার

অতিরিক্ত ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।

Image credits: Getty
Bangla

লবণ ও চিনির অতিরিক্ত ব্যবহার নয়

অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এটি মেটাবলিজম ব্যাহত করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

Image credits: Getty
Bangla

বেঁচে যাওয়া খাবার

বেঁচে যাওয়া খাবার গরম করার পর তৈলাক্ত পাত্রে রাখা উচিত নয়। এতে খাবার নষ্ট হয়ে যেতে পারে।

Image credits: Freepik
Bangla

সসের ব্যবহার

সস দিয়ে খেলে খাবারের স্বাদ বাড়লেও, অতিরিক্ত সস ব্যবহার স্বাস্থ্যের জন্য ভালো নয়।

Image credits: Freepik
Bangla

ফাইবারযুক্ত খাবার এড়িয়ে চলা

শুধু অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেই নয়, কোলেস্টেরল কমাতেও ফাইবারযুক্ত খাবার খাওয়া প্রয়োজন।

Image credits: freepik
Bangla

অতিরিক্ত খাবেন না

পুষ্টিকর খাবারও অতিরিক্ত খাওয়া উচিত নয়। এটি কোলেস্টেরল বাড়ার কারণ হতে পারে। সঠিক পরিমাণে খাবার খাওয়ার দিকে নজর দিন।

Image credits: social media

চমক দেবে আইফোন ফোল্ড! জানুন কী কী ফিচার থাকছে?

ঘুমের দেশে ভ্রমণ! কী এই স্লিপ ট্যুরিজম?

৪৩ বছর বয়সেও স্টাইল কুইন মেরি কম, দেখুন তাঁর ৮টি অসাধারণ ছবি

গোলাপের সুগন্ধে চুল হবে সুরভিত, ট্রাই করুন ৫টি রোজ হেয়ারস্টাইল