Bangla

বন্ধুদের সাথে হেলমেট শেয়ার করবেন না! কেন জানেন?

আপনার হেলমেট বন্ধুদের সাথে শেয়ার করলে কী কী সমস্যা হতে পারে, এই প্রতিবেদন থেকে জানুন।

Bangla

ছত্রাক সংক্রমণ

তাপ, আর্দ্রতা, ঘাম হেলমেটে আটকে ছত্রাকের বৃদ্ধি ঘটায়। মাথার ত্বকে দাদ সৃষ্টি করতে পারে।

Image credits: Getty
Bangla

উকুন

আপনার বন্ধুর মাথায় উকুন থাকলে তা হেলমেটের ভিতরে থাকবে। আপনি যখন তা পরবেন, উকুন আপনার মাথায় চলে আসবে।

Image credits: Freepik
Bangla

ত্বকে অ্যালার্জি

হেলমেটে ঘাম ইত্যাদি জমে থাকতে পারে। এগুলি ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে।

Image credits: instagram
Bangla

চুলকানি

আপনার বন্ধুর যদি চুলকানির সমস্যা থাকে, তবে হেলমেটের মাধ্যমে তা আপনার মাথার ত্বকেও ছড়িয়ে যেতে পারে।

Image credits: Social media
Bangla

দুর্গন্ধ

হেলমেটে ঘাম জমে দুর্গন্ধ সৃষ্টি হয়। এটি ব্যবহার করলে আপনার চুলেও দুর্গন্ধ হতে পারে।

Image credits: Getty
Bangla

ব্রণ

হেলমেটে জমে থাকা ব্যাকটেরিয়া কপালে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমস্যা সৃষ্টি করতে পারে।

Image credits: Getty
Bangla

ভুল সাইজ

ভুল সাইজের হেলমেট পরলে মাথাব্যথা, ঘাড় ব্যথা হতে পারে।

Image credits: Getty
Bangla

কী করবেন?

অন্যের সঙ্গে হেলমেট শেয়ার করবেন না। যদি করতেই হয়, ভিতরে জীবাণুনাশক ব্যবহার করুন। চুল ঢেকে হেলমেট পরুন।

Image credits: Getty

ফ্রিজে সবসময় ঠান্ডা রাখার ৭টি টিপস

ডার্ক সার্কেল দূর করার পাঁচটি ঘরোয়া উপায়, পুজোর আগেই দেখুন

শান্তিপূর্ণ জীবনের জন্য ভগবত গীতা কতটা গুরুত্বপূর্ণ, জানুন

Indoor Plants রাখলে মিলবে এই ৭ টি উপকারিতা, জেনে নিন কী কী