এইগুলো ভারতের ৬টা নোংরা লেক, দেখতে গেলে শুধু নোংরা পাবেন
Bangla

এইগুলো ভারতের ৬টা নোংরা লেক, দেখতে গেলে শুধু নোংরা পাবেন

ভারতের এই ৬টা নোংরা লেক দেখলে শুধু আবর্জনা পাবেন

বেলাঁদুর লেক, বেঙ্গালুরু
Bangla

বেলাঁদুর লেক, বেঙ্গালুরু

  • এই বেলাঁদুর লেক, বেঙ্গালুরু ভারতের সবচেয়ে দূষিত লেকগুলোর মধ্যে একটা।
  • লেকটিতে বিষাক্ত ফেনা তৈরি হয় আর অনেকবার আগুনও লেগেছে।
Image credits: Pinterest
হুসেন সাগর লেক, হায়দ্রাবাদ
Bangla

হুসেন সাগর লেক, হায়দ্রাবাদ

  • এই Hussain Sagar Lake, Hyderabad ঐতিহাসিক লেক দূষণ আর শিল্প কারখানার বর্জ্যের কারণে খারাপ হয়ে গেছে।
  • গণেশ বিসর্জনের পর লেকে প্লাস্টিক আর মূর্তির অবশেষ জমে যায়।
Image credits: Pinterest
উনঝা পুকুর, গুজরাট
Bangla

উনঝা পুকুর, গুজরাট

  • Unjha Lake, Gujarat এ প্লাস্টিক, শিল্প কারখানার বর্জ্য আর নর্দমার জল এসে মেশে।
  • জল পান করার বা স্নান করার জন্য একেবারেই উপযুক্ত নয়।
Image credits: Pinterest
Bangla

ডাল লেক, শ্রীনগর

  • Dal Lake, Srinagar একসময় "পৃথিবীর স্বর্গ" নামে পরিচিত এই লেকটি পর্যটন আর অবৈধ নির্মাণের কারণে নোংরা হয়ে গেছে।
  • জলের রং সবুজ হয়ে গেছে, আর অনেক জায়গায় দুর্গন্ধ বের হয়।
Image credits: Pinterest
Bangla

যমুনা ঘাট লেক, দিল্লি

  • Yamuna Ghat Lake, Delhi যমুনা নদীর এই অংশটি লেকের মতো দেখতে, কিন্তু এতে বিষাক্ত ফেনা আর নোংরা জল রয়েছে।
  • লেকটিতে প্লাস্টিক আর ফুল-মালা ভর্তি।
Image credits: Pinterest
Bangla

পোয়াই লেক, মুম্বাই

  • Powai Lake, Mumbai এই লেকটি শিল্প কারখানার বর্জ্য আর অতিরিক্ত দখলের কারণে দূষিত হয়ে গেছে।
  • জলে প্রচুর পরিমাণে নোংরা আর কচুরিপানা জন্মেছে।
Image credits: Pinterest

ইদে নখের সাজ! দেখে মুগ্ধ হবে সবাই, ৭টি দারুণ ডিজাইন

বাচ্চাদের রূপার কড়া ও চেন পরালে কী লাভ হয় জানেন?

রইল ২০টি মেয়েদের ইউনিক নাম, শ্রীরাধা-র নাম থেকে অনুপ্রাণিত এগুলো

হলুদ-তেলের দাগ তোলার ঘরোয়া উপায়, ঘষা ছাড়াই বাসন চকচকে!