Bangla

এইগুলো ভারতের ৬টা নোংরা লেক, দেখতে গেলে শুধু নোংরা পাবেন

ভারতের এই ৬টা নোংরা লেক দেখলে শুধু আবর্জনা পাবেন

Bangla

বেলাঁদুর লেক, বেঙ্গালুরু

  • এই বেলাঁদুর লেক, বেঙ্গালুরু ভারতের সবচেয়ে দূষিত লেকগুলোর মধ্যে একটা।
  • লেকটিতে বিষাক্ত ফেনা তৈরি হয় আর অনেকবার আগুনও লেগেছে।
Image credits: Pinterest
Bangla

হুসেন সাগর লেক, হায়দ্রাবাদ

  • এই Hussain Sagar Lake, Hyderabad ঐতিহাসিক লেক দূষণ আর শিল্প কারখানার বর্জ্যের কারণে খারাপ হয়ে গেছে।
  • গণেশ বিসর্জনের পর লেকে প্লাস্টিক আর মূর্তির অবশেষ জমে যায়।
Image credits: Pinterest
Bangla

উনঝা পুকুর, গুজরাট

  • Unjha Lake, Gujarat এ প্লাস্টিক, শিল্প কারখানার বর্জ্য আর নর্দমার জল এসে মেশে।
  • জল পান করার বা স্নান করার জন্য একেবারেই উপযুক্ত নয়।
Image credits: Pinterest
Bangla

ডাল লেক, শ্রীনগর

  • Dal Lake, Srinagar একসময় "পৃথিবীর স্বর্গ" নামে পরিচিত এই লেকটি পর্যটন আর অবৈধ নির্মাণের কারণে নোংরা হয়ে গেছে।
  • জলের রং সবুজ হয়ে গেছে, আর অনেক জায়গায় দুর্গন্ধ বের হয়।
Image credits: Pinterest
Bangla

যমুনা ঘাট লেক, দিল্লি

  • Yamuna Ghat Lake, Delhi যমুনা নদীর এই অংশটি লেকের মতো দেখতে, কিন্তু এতে বিষাক্ত ফেনা আর নোংরা জল রয়েছে।
  • লেকটিতে প্লাস্টিক আর ফুল-মালা ভর্তি।
Image credits: Pinterest
Bangla

পোয়াই লেক, মুম্বাই

  • Powai Lake, Mumbai এই লেকটি শিল্প কারখানার বর্জ্য আর অতিরিক্ত দখলের কারণে দূষিত হয়ে গেছে।
  • জলে প্রচুর পরিমাণে নোংরা আর কচুরিপানা জন্মেছে।
Image credits: Pinterest

ইদে নখের সাজ! দেখে মুগ্ধ হবে সবাই, ৭টি দারুণ ডিজাইন

বাচ্চাদের রূপার কড়া ও চেন পরালে কী লাভ হয় জানেন?

রইল ২০টি মেয়েদের ইউনিক নাম, শ্রীরাধা-র নাম থেকে অনুপ্রাণিত এগুলো

হলুদ-তেলের দাগ তোলার ঘরোয়া উপায়, ঘষা ছাড়াই বাসন চকচকে!