Bangla

৭ হাজার টাকার দুধ! ত্বকের যত্নে গাধার দুধের গুণাগুণ জানেন?

গাধার দুধের উপকারিতা
Bangla

রাজস্থানি গাধার দুধের উপকারিতা

দেশে আপনি দামি ঘোড়া এবং অন্যান্য পশুর কথা অনেক শুনেছেন। কিন্তু গাধা, যাকে কেউ কিনতে চায় না, সেই রাজস্থানী গাধার সারা বিশ্বে চাহিদা রয়েছে।

Image credits: Our own
Bangla

আর ৪৩৯টি হালারি গাধা রয়েছে

রাজস্থানের স্ত্রী গাধার দুধই হাজার হাজার টাকায় বিক্রি হয়। আমরা হালারি প্রজাতির গাধাদের কথা বলছি। সারা দেশে মাত্র ৪৩৯টি হালারি গাধা বাকি আছে।

Image credits: Our own
Bangla

গাধার দুধের চাহিদা

বর্তমানে সবচেয়ে বেশি গাধা, প্রায় ১০%, বিকানেরের গবেষণা কেন্দ্রে রয়েছে। এদের দুধের চাহিদা এত বেশি যে দুধের দাম ৫ থেকে ৭ হাজার টাকা প্রতি লিটার।

Image credits: Our own
Bangla

সৌন্দর্য বাড়াবে

গাধার দুধ কসমেটিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। বলা হয়, এই দুধ যদি আপনি মুখে লাগান, তাহলে সৌন্দর্য এবং রঙে উজ্জ্বলতা আসে।

Image credits: Our own
Bangla

ত্বকের যত্নে

শুধু তাই নয়, যদি কারও ত্বকের রোগ হয় তবেও এই দুধ বেশ উপকারী। একবারে স্ত্রী গাধা প্রায় এক থেকে দেড় কিলো পর্যন্ত দুধ দেয়।

Image credits: Our own
Bangla

গাধার দুধ

রাজস্থানে হালারি প্রজাতির স্ত্রী গাধার গর্ভধারণে গোদ ভরাইয়ের রীতিও পালন করা হয়। রাজস্থানের বিকানের গবেষণা কেন্দ্রে সময়ে সময়ে এদের পরীক্ষা করা হয়।

Image credits: Our own

রইল ছোট ঘর সাজানোর ৫ টি টিপস

শোওয়ার ঘর সাজানোর টিপস: কম খরচে আকর্ষণীয় ওয়াল হ্যাঙ্গিং বেছে নিন

২০২৫ সালের জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক!

কালো-সাদা শাড়ি পরার ৭ টি স্টাইলিশ টিপস