Bangla

গ্যাস স্টোভ

রান্নাঘরে ব্যবহৃত গ্যাস স্টোভে সবসময় ময়লা ও দাগ জমে। পরিষ্কার করার জন্য এই পদ্ধতিগুলি অনুসরণ করুন।

Bangla

ভিনেগার

ভিনেগার ব্যবহার করে সহজেই গ্যাস স্টোভ পরিষ্কার করা যায়। কিছু ভিনেগার স্টোভে স্প্রে করে মুছে ফেলুন।

Image credits: Getty
Bangla

লেবু

যেকোনো দাগ সহজেই দূর করতে লেবু খুবই উপকারী। লেবুর রস অথবা লেবুর খোসা দিয়ে স্টোভ ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।

Image credits: Getty
Bangla

এভাবেও করতে পারেন

লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও গ্যাস স্টোভ সহজেই পরিষ্কার করা যায়।

Image credits: Getty
Bangla

বেকিং সোডা

বেকিং সোডা ব্যবহার করেও গ্যাস স্টোভ পরিষ্কার করা যায়। বেকিং সোডার সঙ্গে ভিনেগার মিশিয়ে ভালো করে ঘষে লাগান। পরে ধুয়ে ফেলুন।

Image credits: Getty
Bangla

পেঁয়াজ

কুচি করা পেঁয়াজ জলে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে স্টোভে পানি স্প্রে করে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।

Image credits: Getty
Bangla

ডিশ লিকুইড

বাসন পরিষ্কার করার পাশাপাশি গ্যাস স্টোভ পরিষ্কার করার জন্যও ডিশ লিকুইড ভালো।

Image credits: Getty
Bangla

পরিষ্কার করুন

প্রতিবার ব্যবহারের পর গ্যাস স্টোভ পরিষ্কার করার চেষ্টা করুন। এটি ময়লা জমতে বাধা দেয়।

Image credits: Getty

দক্ষিণমুখী বাড়ির ৫টি জরুরি বাস্তু টিপস জেনে নিন

বিটের ৫ টি সুস্বাদু রেসিপি জেনে রাখুন, বাচ্চারাও খুশি মনে খাবে

ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধে প্রাণ হিমশিম করছে?

বাড়ি থেকে এক দিনে দূর করুন বিরক্তিকর পিঁপড়ে, জেনে নিন উপায়