গরমে এই টিপসে বাঁচবে বিদ্যুৎও
Bangla

গরমে এই টিপসে বাঁচবে বিদ্যুৎও

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন, গরমে এই টিপসে বাঁচবে বিদ্যুৎও

পাখা চলার সময় সামনে রাখুন বরফের বাটি
Bangla

পাখা চলার সময় সামনে রাখুন বরফের বাটি

  • পাখার সামনে একটি পাত্রে বরফ বা ঠান্ডা জল রাখুন।
  • ঠান্ডা হাওয়া পুরো ঘরে ছড়িয়ে পড়বে।
  • এটা অনেকটা দেশি কুলারের মতো কাজ করে।
Image credits: Pinterest
রাতে জানালা খোলা রাখুন
Bangla

রাতে জানালা খোলা রাখুন

  • রাতে ঠান্ডা হাওয়া আসার জন্য জানালা খোলা রাখুন। 
  • সকালে তাড়াতাড়ি উঠে বন্ধ করে দিন যাতে গরম হাওয়া ভিতরে না আসে।  
  • এতে সারাদিন ঠান্ডা থাকবে।
Image credits: Pinterest
কম ইলেকট্রনিক জিনিস ব্যবহার করুন
Bangla

কম ইলেকট্রনিক জিনিস ব্যবহার করুন

  • টিভি, ল্যাপটপ, ওভেনের মতো ডিভাইসও গরম হাওয়া ছাড়ে। 
  • চেষ্টা করুন এগুলি দরকার পড়লে তবেই ব্যবহার করতে। 
  • এতে ঘরের তাপমাত্রাও কম থাকবে আর বিদ্যুৎও বাঁচবে।
Image credits: Pinterest
Bangla

ঘর ঠান্ডা করে এমন গাছ লাগান

ইনডোর প্ল্যান্ট যেমন অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, আরেকা পাম, মানি প্ল্যান্ট ঘরের আর্দ্রতা বজায় রাখে আর হাওয়াকে ঠান্ডা করে। মনে রাখবেন গরমে এই গাছগুলির বিশেষ যত্নও জরুরি।

Image credits: Pinterest
Bangla

সাদা বা হালকা রঙের চাদর ও পর্দা ব্যবহার করুন

  • হালকা রং গরমকে প্রতিফলিত করে, ফলে ঘরে গরম কম হয়।
  • সাদা কটন-এর চাদর আর পর্দা সবচেয়ে ভালো।
Image credits: Pinterest
Bangla

দিনের বেলা দরজা-জানালা বন্ধ রাখুন

গরমের সময় দিনের বেলা সূর্যের গরম কিরণ সরাসরি ঘরের ভিতরে আসে। তাই সকাল ১০টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জানালা, দরজা আর পর্দা বন্ধ রাখুন যাতে ঘরে গরম না ঢোকে।

Image credits: Pinterest

Hanuman Jayanti 2025: হনুমানজয়ন্তীতে সকলকে পাঠান এই শুভেচ্ছাবার্তা

রাতে নারকেল তেল মাখলে কী কী লাভ হয়?

ব্রেকআপের পর কী করবেন, চাণক্য নীতি কী বলে?

৩০ দিনে ওজন কমানোর সহজ উপায় আর ডায়েট প্ল্যান কী?