সকালে তাড়াতাড়ি উঠে বন্ধ করে দিন যাতে গরম হাওয়া ভিতরে না আসে।
এতে সারাদিন ঠান্ডা থাকবে।
Image credits: Pinterest
Bangla
কম ইলেকট্রনিক জিনিস ব্যবহার করুন
টিভি, ল্যাপটপ, ওভেনের মতো ডিভাইসও গরম হাওয়া ছাড়ে।
চেষ্টা করুন এগুলি দরকার পড়লে তবেই ব্যবহার করতে।
এতে ঘরের তাপমাত্রাও কম থাকবে আর বিদ্যুৎও বাঁচবে।
Image credits: Pinterest
Bangla
ঘর ঠান্ডা করে এমন গাছ লাগান
ইনডোর প্ল্যান্ট যেমন অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, আরেকা পাম, মানি প্ল্যান্ট ঘরের আর্দ্রতা বজায় রাখে আর হাওয়াকে ঠান্ডা করে। মনে রাখবেন গরমে এই গাছগুলির বিশেষ যত্নও জরুরি।
Image credits: Pinterest
Bangla
সাদা বা হালকা রঙের চাদর ও পর্দা ব্যবহার করুন
হালকা রং গরমকে প্রতিফলিত করে, ফলে ঘরে গরম কম হয়।
সাদা কটন-এর চাদর আর পর্দা সবচেয়ে ভালো।
Image credits: Pinterest
Bangla
দিনের বেলা দরজা-জানালা বন্ধ রাখুন
গরমের সময় দিনের বেলা সূর্যের গরম কিরণ সরাসরি ঘরের ভিতরে আসে। তাই সকাল ১০টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জানালা, দরজা আর পর্দা বন্ধ রাখুন যাতে ঘরে গরম না ঢোকে।