এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন, গরমে এই টিপসে বাঁচবে বিদ্যুৎও
ইনডোর প্ল্যান্ট যেমন অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, আরেকা পাম, মানি প্ল্যান্ট ঘরের আর্দ্রতা বজায় রাখে আর হাওয়াকে ঠান্ডা করে। মনে রাখবেন গরমে এই গাছগুলির বিশেষ যত্নও জরুরি।
গরমের সময় দিনের বেলা সূর্যের গরম কিরণ সরাসরি ঘরের ভিতরে আসে। তাই সকাল ১০টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জানালা, দরজা আর পর্দা বন্ধ রাখুন যাতে ঘরে গরম না ঢোকে।