বাড়ির ভেতরে গাছ লাগানোর অনেক উপকারিতা রয়েছে। তবে ইন্ডোর প্ল্যান্ট লাগানোর সময় এই বিষয়গুলো আপনার জানা উচিত।
বাড়ির ভেতরে তীব্র সুগন্ধযুক্ত গাছ লাগানো এড়িয়ে চলুন। স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের মতো গাছ লাগানোই ভালো।
বাড়ির ভেতরে ভালো বায়ুচলাচলযুক্ত স্থানে ইন্ডোর প্ল্যান্ট রাখা উচিত। প্রয়োজনে এগজস্ট ফ্যান ব্যবহার করা যেতে পারে।
ইন্ডোর প্ল্যান্টে অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন। এর ফলে গাছে ফাঙ্গাস হতে পারে।
পাতায় ধুলোবালি ও ময়লা জমার সম্ভাবনা খুব বেশি। তাই সময়ে সময়ে গাছ পরিষ্কার করা ভালো।
শোবার ঘরে সুগন্ধ ছড়ায় এবং বেশি যত্নের প্রয়োজন হয় এমন গাছ লাগাবেন না।
অতিরিক্ত আর্দ্রতা ছড়ায় এমন গাছ বাড়ির ভেতরে লাগানো এড়িয়ে চলুন।
শুধু সৌন্দর্য দেখে গাছ কিনবেন না। প্রতিটি গাছের বৈশিষ্ট্য বুঝে তবেই গাছ লাগানো উচিত।
বসার ঘরকে সুন্দর করতে অবশ্যই লাগাবেন এই ৭টি ইন্ডোর প্ল্যান্ট
মাটি ছাড়া বাড়িতে জন্মায় এই ৭টি ইন্ডোর প্ল্যান্ট
রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখার ৭টি উপকারিতা জেনে নিন
উদয়পুরের ৬টি বিলাসবহুল স্থান যেখানে রোম্যান্স ও রাজকীয়তার মিলন ঘটে