Bangla

মাথার খুশকি?

মাথার খুশকি কি আপনাকে বিরক্ত করছে? তাহলে এই ঘরোয়া উপায়গুলি ব্যবহার করে দেখুন।

Bangla

খুশকি

অনেকেরই মাথার খুশকির সমস্যা রয়েছে। মাথার ত্বকে সাদা গুঁড়োর মতো জমে থাকা খুশকি মাথায় চুলকানিও সৃষ্টি করে।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

অপরিচ্ছন্নতা, মানসিক চাপ

অপরিচ্ছন্নতা, মানসিক চাপ, খাদ্যাভ্যাস ইত্যাদি খুশকি সৃষ্টির কারণ।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

খুশকি

খুশকি দূর করতে সাহায্য করে এমন কিছু ঘরোয়া উপায় সম্পর্কে এখানে আলোচনা করা হল।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল ২০ মিনিট মাথায় লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতে খুবই কার্যকর।

Image credits: Getty
Bangla

অ্যাপল সিডার ভিনেগার

অ্যাপল সিডার ভিনেগার কিছুটা পানিতে মিশিয়ে মাথা ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতে সাহায্য করবে।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

দই এবং লেবুর রস

দুই চামচ দইয়ের সঙ্গে কিছুটা লেবুর রস মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। তারপর এই প্যাকটি মাথায় লাগান। খুশকি দূর করতে এই প্যাকটি খুবই উপকারী।

Image credits: Pinterest
Bangla

নারকেল তেল

প্রতিদিন ১৫ মিনিট নারকেল তেল দিয়ে মাথা ভালো করে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Image credits: Freepik
Bangla

মেথি

কিছুটা মেথি জলেে ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে বেটে নিন। তারপর মেথির পেস্টটি মাথায় লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

Image credits: Getty

ঝাঁকড়া কারি পাতার গাছ চান? বর্ষায় করুন এই ২টি কাজ!

শোওয়ার ঘরে রাখার জন্য ৭টি উপযুক্ত গাছ, এগুলির তালিকা দেখে নিন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাবানের বিকল্প এই ৩ উপাদান

আঙুলে লোম থাকা শুভ না অশুভ?