ঘিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য উপকারী। কিন্তু এর সঠিক ব্যবহার কি জানেন?
ঘি মাখন থেকে তৈরি। তাই এটি বারবার বেশি গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।
ঘিতে অ্যান্টিঅক্সিডেন্ট, স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড থাকে। তাই বেশি গরম করলে এর গুণমান নষ্ট হয়ে যায়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়।
যে কোন ডিপ ফ্রাই খাবারে ঘি ব্যবহার করবেন না। কারণ বারবার গরম করলে এটি উপকারের পরিবর্তে ক্ষতি করে।
পাচনতন্ত্র ভালো রাখতে এক গ্লাস দুধে ১ চামচ ঘি মিশিয়ে খেতে পারেন। সাইনাসের সমস্যা থাকলে প্রতি রাতে ঘুমানোর আগে নাকে ২ ফোঁটা ঘি দিতে পারেন।
ডাল, রুটির স্বাদ বাড়াতে ঘি ব্যবহার করতে পারেন। ডাল পরিবেশনের সময় ঘি মেশান, রুটি তৈরি হলে হালকা গরম ঘি মাখিয়ে নিন।
ঘিতে ভিটামিন ই, ডি, এ, কে আছে। তাই প্রতিদিন ২০-৩০ গ্রাম ঘি খেলে স্বাস্থ্যের জন্য উপকারী। তবে বেশি খাবেন না।
খালি পেটে নারকেল জল পান করার উপকারিতা কী?
অ্যালুমিনিয়াম ফয়েল ১বার ব্যবহার করেই ফেলবেন না, রইল তারই টিপস
ওয়াশিং মেশিনে ভুল করেও এই কাপড়গুলি দেবেন না, সর্বনাশ হয়ে যেতে পারে
সামান্থার মতন লেহেঙ্গা লুক দিতে চান? রইল টিপস