Bangla

যে ৫ গুণ দেখলে বুঝবেন শাশুড়ি চরম লোভী!

Bangla

সব বিষয়ে টাকার হিসাব

যদি আপনার শাশুড়ি সবসময় টাকা আর উপহারের হিসাব করেন, তাহলে এটা লোভের বড় লক্ষণ। সেটা বৌমার বাপের বাড়ির উপহার হোক বা ঘরের ছোটখাটো খরচ, নজর সব দিকেই থাকে।

Image credits: pexels
Bangla

বাপের বাড়ি থেকে দামী উপহারের আশা

বিয়ের পরেও যদি আপনার শাশুড়ি আপনার বাপের বাড়ি থেকে বেশি উপহার আর টাকা আশা করেন, তাহলে এটা লোভের চিহ্ন। তিনি সম্পর্কের চেয়ে জিনিসের দাম বেশি বোঝেন।

Image credits: freepik
Bangla

সবকিছু নিজের নামে করার চেষ্টা

কিছু শাশুড়ি নিজের ছেলের রোজগার, বাড়ি, গয়না এমনকি বৌমার টাকার ওপরও দখল করতে চান। যদি আপনার শাশুড়িও এমন করেন, তাহলে সাবধান হয়ে যান।

Image credits: freepik
Bangla

তুলনা করে বৌমার ওপর চাপ সৃষ্টি

লোভী শাশুড়ি প্রায়ই অন্যের পরিবারের সঙ্গে তুলনা করে নিজের বৌমার ওপর চাপ সৃষ্টি করেন। "দেখো, ওই বাড়ির বৌ তো তার শাশুড়িকে প্রতি মাসে গিফট দেয়, বাপের বাড়ি থেকে জিনিস আনে।

Image credits: freepik
Bangla

বৌমার রোজগারে অধিকার

যদি আপনার শাশুড়ি মনে করেন যে বৌমার বেতনের ওপর তার পুরো অধিকার আছে এবং তিনি নিজের রোজগার নিজের মতো খরচ করতে পারবেন না, তাহলে এটা তার লোভ পরিষ্কার দেখায়।

Image credits: freepik

৩ গ্রামের নিচে! সেরা সোনার কানের দুলের ডিজাইন বেছে নিন

দারিদ্র্য আসার ৫টি প্রধান কারণ, যা আপনার জানা উচিত

বিবি ক্রিমেই মেকআপ! ১০০ টাকার কমে পান চেহারায় দারুণ গ্লো

ফুলের ছোঁয়ায় দাম্পত্য জীবন! ৬টি ফ্লোরাল মঙ্গলসূত্র ডিজাইন