Other Lifestyle

৫ জুন : বিশ্ব পরিবেশ-দিবস

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের উদ্দেশ্য হল আমাদের জীবনে উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা আমাদের কর্তব্য

Image credits: Getty

বিশ্ব পরিবেশ দিবসের সূচণা

১৯৬৮ সালের ২০ মে রাষ্ট্রসংঘের পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগ

Image credits: Getty

বিশ্ব পরিবেশ দিবসের সূচণা

রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি অধিবেশনের আলোচ্যসূচিতে আনা হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়

Image credits: Getty

বিশ্ব পরিবেশ দিবসের সূচণা

স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন রাষ্ট্রসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রসংঘ ১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন, ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করে

Image credits: Getty

২০২৩ পরিবেশ দিবসের থিম

প্লাস্টিক দূষণ বীট. ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণের পরিপ্রেক্ষিতে, প্লাস্টিক দূষণ মোকাবেলা করার জন্য ২০২৩ সালের পরিবেশ দিবসের থিম রাখা হয়েছে

Image credits: Getty

জল অপচয় বন্ধ করুন

জলের অপচয় বন্ধ করা আমাদের কর্তব্য। কমছে জলের স্তর। যার দরুন ভবিষ্যতে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হব। তাই প্রয়োজন শেষ হয়ে গেলে সব সময় জলের কল বন্ধ করে দিন।

Image credits: Getty

যন্ত্র কম ব্যবহার করুন

ফোন, ল্যাপটপ ছাড়া এক মুহূর্ত চলে না। তেমনই পাখা, ফ্যান, এসি-র ওপর নির্ভর করে থাকি সব সময়। এই সবের জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে

Image credits: Getty

প্লাস্টিকের জন্য মাত্রাতিরিক্ত দূষণ ছড়িয়ে পড়ছে সমুদ্রে

প্লাস্টিকের ব্যবহার কমান। প্লাস্টিক প্রকৃতির মারাত্মক ক্ষতি করে। অপ্রয়োজনীয় প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। এতে পরিবেশ দূষণ কম হবে।

Image credits: Getty

খাদ্যের অপচয় বন্ধ করুন

গবেষণায় দেখা গিয়েছে যত পরিমাণ খাদ্য উৎপন্ন হয়, তার তিন ভাগের এক ভাগ নষ্ট হয়। তাই খাবারের অপচয় করবেন না। খাবার ফেলে না দিয়ে দরিদ্রদের দান করুন

Image credits: Getty