বাড়ির সরঞ্জাম সঠিকভাবে না চালালে বিদ্যুৎ বিল বাড়তে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখলেই হবে।
এলইডি বাল্ব খুব কম বিদ্যুৎ খরচ করে। এছাড়া এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়।
রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতো সরঞ্জাম কেনার সময় ৫-স্টার রেটিংযুক্ত মডেল কেনা উচিত।
এয়ার কন্ডিশনার, হিটারের মতো সরঞ্জাম সঠিক তাপমাত্রায় চালানো উচিত। এই ধরনের যন্ত্রে বেশি শক্তি প্রয়োজন হয়।
টিভি, মোবাইল চার্জার, মাইক্রোওয়েভের মতো সরঞ্জাম অফ করার পরেও বিদ্যুৎ টানে। তাই ব্যবহারের পর প্লাগ খুলে রাখা উচিত।
দিনের বেলায় লাইটের পরিবর্তে প্রাকৃতিক আলোর ব্যবহার করা ভালো। এতে বিদ্যুৎ খরচ কমে।
ওয়াশিং মেশিন সঠিকভাবে ব্যবহার না করলে বিদ্যুৎ বিল বাড়ার সম্ভাবনা থাকে।
যদি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভাবেন, তাহলে সোলার প্যানেল ব্যবহার করা একটি ভালো বিকল্প।
গয়নার সাজ হবে সম্পূর্ণ, পরুন ৯টি ফ্যান্সি নথের ডিজাইন
ভুলেও গরম করে খাবেন না শাকসবজি, হতে পারে মারাত্মক ক্ষতি, জেনে নিন
এভাবে রাখুন কাঁচা লঙ্কা, তাহলে দিনের পর দিন টাকটা থাকবে
ওজন কমাতে বাধা দেয় এমন কিছু রাতের অভ্যাস