Bangla

পেইন কিলার দিয়ে কাপড় পরিষ্কার

ব্যাথা থেকে মুক্তি পেতে আমরা প্রায়শই অ্যাসপিরিন ব্যবহার করি। এবার এই পেইন কিলার দিয়ে হবে জামাকাপড়ও পরিষ্কার। জানুন কিভাবে

Bangla

কিভাবে অ্যাসপিরিন দিয়ে জামা-কাপড় পরিষ্কার হবে

অ্যাসপিরিন পেইন কিলারের পাশাপাশি জামা পরিষ্কারের কাজ করে সরাসরি

Image credits: Getty
Bangla

জামাকাপড়েরও ডাক্তার এই পেইন কিলার

ওয়াশিং পাউডার কাপড়কে দাগহীন করার দাবি করে, কিন্তু এই পেন কিলারটি তার থেকেও দ্রুত কাজ করে।

Image credits: Getty
Bangla

কি ভাবে কাজে লাগাবেন অ্যাসপিরিন

কাপড় ধোয়ার সময় কিছু অ্যাসপিরিন ট্যাবলেট গুড়ো করে জলে মিশিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিন।

Image credits: Getty
Bangla

জলে সহজেই গুলে যায় অ্যাসপিরিন

এই অ্যাসপিরিন সহজেই জলে গুলে যায় এবং আরও ভাল প্রভাব দেখাবে। জামাকাপড় নতুনের মতো চকচক করে।

Image credits: Getty
Bangla

সাদা জামা ধুতে কতগুলি অ্যাসপিরিন লাগবে

সাদা কাপড় ধোয়ার ক্ষেত্রে প্রতিটি শার্টে ২ টি করে অ্যাসপিরিন প্রয়োজন

Image credits: Getty
Bangla

রঙিন জামা ধুতে কতগুলি অ্যাসপিরিন লাগবে

অনেক জামা কাপড় একসঙ্গে ধুতে হলে ১০ টি অ্যাসপিরিন ট্যাবলেট মেশান এবং ওয়াশিং মেশিনে ঢেলে দিন।

Image credits: Getty
Bangla

বালতিতে কাপড় ধুলে কিভাবে কাজে লাগাবেন অ্যাসপিরিন

মেশিন ধোয়া না হলে একটি বালতিতে ট্যাবলেট মিশিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে পারেন।

Image credits: Getty

রইল মেয়েদের ‘ব’ অক্ষর দিয়ে ১০টি আকর্ষণীয় নাম ও তার অর্থ