প্রেমানন্দ বাবাকে ভক্ত জিজ্ঞাসা করলেন, ‘সন্তানরা যদি কথা না শোনে, তাহলে তাদের কীভাবে সংশোধন করব? অনেক সময় ইচ্ছা না থাকলেও সন্তানদের উপর হাত তুলতে হয়?’ উত্তর শুনুন…
Image credits: Facebook
Bangla
সন্তানদের উপর রাগ করবেন কি?
ভক্তের কথা শুনে প্রেমানন্দ মহারাজ বললেন, ‘গার্হস্থ্য জীবনে সন্তানদের উপর মাঝে মাঝে রাগের নাটক করা জরুরি কারণ এমনটা না করলে তারা ভুল পথেও যেতে পারে।’
Image credits: Facebook
Bangla
সন্তানদের মারধর করা কি ঠিক?
প্রেমানন্দ মহারাজ বললেন, ‘সন্তানদের উপর রাগ অবশ্যই করুন কিন্তু এমন ক্ষেত্রে বেশি মারধর করা ঠিক নয়। এতে সন্তানরা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং পরিবার ভেঙে যেতে পারে।’
Image credits: Facebook
Bangla
সন্তানদের কিসের ভয় থাকা জরুরি?
প্রেমানন্দ মহারাজ বললেন, ‘শুধু ভয় দেখালেই সন্তান আপনার কথা শুনবে, যদি আপনি প্রতিদিন তাকে মারধর করেন তাহলে তার মন থেকে আপনার ভয় চলে যাবে। এমন পরিস্থিতি আপনার জন্য ঠিক হবে না।’
Image credits: Facebook
Bangla
সন্তানদের কীভাবে সংশোধন করবেন?
প্রেমানন্দ মহারাজ বললেন, ‘মা-বাবাই সন্তানের প্রথম গুরু এবং তাদের সঠিক পথ দেখানোও তাদেরই কাজ কিন্তু এর জন্য মারধরের সাহায্য নেন না।’
Image credits: Facebook
Bangla
এই বিষয়টি মাথায় রাখুন
প্রেমানন্দ মহারাজ বললেন, ‘ঈশ্বর আপনাকে যে সন্তান দিয়েছেন, তাকে ভালোবাসুন, বন্ধুর মতো ব্যবহার করুন এবং সময় আসলে রাগও করুন। তবে মারধর করা সমাধান নয়।’