Bangla

ভালো করে গবেষণা করে নিন

কোথাও ঘুরতে যাওয়ার আগে পছন্দের জায়গাটা সম্পর্কে ভালো করে খুটিনাটি তথ্য সংগ্রহ করুন। এর জন্য আপনাকে নিজে রিসার্চ করতে হবে

Bangla

শেয়ার করুন আপনার ইটেনারি

কোনও বিশ্বস্ত বন্ধু বা পরিবারের কোনও সদস্যের সঙ্গে ঘুরতে যাওয়ার ইটেনারি শেয়ার করে রাখুন। সফরনামায় বড় ধরনের কোনও রদবদল বলে জানিয়ে রাখুন। পারলে লোকেশন শেয়ার অ্যাপ ব্যবহার করুন

Image credits: Getty
Bangla

পোশাক সম্পর্কে সচেতন হন

ভদ্র-সভ্য পোশাক পরুন এবং স্থানীয় মানুষের আচার ও ব্যবহারকে সম্মান করুন। এমন কোনও পোশাক পড়বেন না যা আপনাকে বিপদে ফেলতে পারে। এর ফলে আপনার ঘোরার মজাটাই নষ্ট হয়ে যেতে পারে

Image credits: Getty
Bangla

থাকুন কোনও নিরাপদ ব্যবস্থায়

যেখানেই যান সেখানে কোনও নিরাপদ স্থানেই লজিং নিন। দেখে নিন লজিং ছাড়াও আর কি কি সুবিধা রয়েছে। যেখানে থাকবেন সেখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস জেনে নিন

Image credits: Getty
Bangla

অপরিচিতদের থেকে দূরে থাকুন

একা কোনও মহিলাকে দেখতে পেয়ে অনেকেই গায়ে পড়ে সাহায্য করতে চায়। পারতপক্ষে এমন সাহায্য এড়িয়েফা চলতে পারেন। এতে বাড়তি ঝঞ্ঝাট অনেক কমে যেতে পারে

Image credits: Getty
Bangla

মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন

অর্থ, গয়না এবং পাসপোর্ট ও অন্যান্য দরকারি ডকুমেন্টস নিরাপদে রাখুন। পারলে হোটেলের সেফ ব্যবহার করতে পারেন। এছাড়াও মানি বেল্ড বা হিডেন পাউচেও এগুলি রাখতে পারেন।

Image credits: Getty
Bangla

বহন করুন ফার্স্ট এড কিট

একদম বেসিক ফার্স্ট এড কিট সঙ্গে রাখুন। আর আগে থেকে রিসার্চ করে রাখুন কোনও এমার্জেন্সি তৈরি হলে সেখানে আশপাশে কি কি জরুরি পরিষেবা রয়েছে

Image credits: Getty
Bangla

সঠিকভাবে গাড়ি ব্যবহার করুন

সবসময় লাইসেন্ড ট্যাক্সি ও অন্য রাইড ব্যবহার করুন। যার তার গাড়িতে উঠবেন না বা সঠিক কাগজপত্র ছাড়া অন্য কোনও গাড়িতে উঠবেন না। রাতে একা একা ঘোরাটা বন্ধ করলে ভালো। 

Image Credits: Getty