Bangla

গ্রীষ্মে কম খরচে বিদেশ ভ্রমণে যেতে চাইছেন? দেখে নিন সেরা জায়গাগুলি!

এবারের গ্রীষ্মকালে যদি বিদেশ ভ্রমণে যেতে চান, তাহলে কোন দেশগুলিতে কম খরচে যেতে পারেন দেখে নিন।

Bangla

১ লক্ষ টাকার কম খরচে কোথায় বিদেশ ভ্রমণ উপভোগ করতে পারেন দেখে নিন

তুরস্ক ভ্রমণ আপনার বাজেটের বাইরে যেতে পারে। তুরস্ক ভ্রমণে দেড় লক্ষ টাকার বেশি বাজেট প্রয়োজন। আপনি যদি ১ লক্ষ টাকার কমে ভ্রমণের পরিকল্পনা করেন তবে এই জায়গাগুলি আপনার জন্য সেরা।

Image credits: pinterest
Bangla

কম খরচে সপরিবারে থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন, আনন্দ উপভোগ করা যাবে

থাইল্যান্ড অত্যন্ত সুন্দর এবং বাজেট-বান্ধব দেশ। এখানে ৫-৬ দিনের বাজেট ৭০ থেকে ৯০ হাজার টাকা। এখানে আপনি ব্যাংকক, পাতায়া, ফুকেট, ক্রাবি, কোহ সামুইয়ের মতো জায়গা ঘুরে দেখতে পারেন। 

Image credits: pinterest
Bangla

ভিয়েতনাম ভ্রমণ করুন, কম খরচে অত্যন্ত সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন

ভিয়েতনামে হালং বে’র ক্রুজ অভিজ্ঞতা বেশ জনপ্রিয়। স্থানীয় জীবনযাত্রা এবং সস্তা খাবার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে। ৬-৭ দিনের জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে।

Image credits: pinterest
Bangla

আজারবাইজানও এশিয়ার অত্যন্ত সুন্দর দেশ, তবে অনেক ভারতীয়ই এখন বয়কট করছেন

আজারবাইজানে ভারতীয় বাজেটেই ইউরোপীয় খাবার পাওয়া যাবে। বাকু শহরে আধুনিকতা এবং ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন। ৪-৫ দিনে ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হবে। তবে অনেকেই এই দেশ বয়কট করছেন।

Image credits: pinterest
Bangla

সার্বিয়ার অভিজ্ঞতাও নিতে পারেন, কম খরচে ইউরোপ ভ্রমণ করা হয়ে যাবে

সার্বিয়া আন্তর্জাতিক ভ্রমণের জন্য উত্তম। এই দেশ ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত (৩০ দিন)। ৫-৬ দিন ঘোরার বাজেট ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা। 

Image credits: pinterest
Bangla

লাওস ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, মনোরন পরিবেশ উপভোগ করতে পারবেন

লাওস অত্যন্ত সুন্দর এবং সস্তা দেশ। ৫ দিনের ভ্রমণের জন্য ৬০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে। এখানে খাওয়া-দাওয়া এবং থাকা-খাওয়া সস্তা। 

Image credits: pinterest

ওয়াটার পার্কে যাচ্ছেন? বাচ্চাদের নিয়ে ঝুঁকি এড়াতে টিপস জেনে নিন

ভিড় এড়িয়ে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চান? রইল নিরিবিলি সৈকতের ঠিকানা

Travel Guide: উদয়পুরের ৫ টি অভিজাত এলাকা

রহস্য ভরপুর 'টোংক', জানেন কোন রাজ্যে অবস্থিত?