Author: Subhankar Das Image Credits:Pinterest\ instagram
Bangla
আইআরসিটিসি'র ভ্রমণ প্যাকেজ
ঘুরতে ইচ্ছা করছে কিন্তু বাজেট কম? আইআরসিটিসি'র উটি ভ্রমণ প্যাকেজ আপনার জন্য। বর্ষায় সবুজ পাহাড় এবং অ্যাডভেঞ্চার উপভোগ করুন কম খরচে।
Image credits: Pinterest\ instagram
Bangla
উটি ভ্রমণ প্যাকেজের পরিকল্পনা
এই প্যাকেজে আপনাকে কোয়েম্বাটুর যেতে হবে। সেখান থেকে আইআরসিটিসি আপনাকে নিয়ে যাবে। হোটেলে চেক-ইন, উটি ভ্রমণ। দ্বিতীয় দিন উটি ঘুরে দেখুন, পাইকারা জলপ্রপাত, জাতীয় উদ্যান সহ।
Image credits: Pinterest\ instagram
Bangla
উটিতে ঘুরে দেখার স্থান
৩ রাত ৪ দিনের এই প্যাকেজে তৃতীয় দিন কুনুর ভ্রমণ করুন। রাতে উটিতে থাকুন। চতুর্থ দিন উটিতে বিশ্রামের পর চেক-আউট।
Image credits: Pinterest\ instagram
Bangla
প্যাকেজের সুবিধা
এসি গাড়িতে ভ্রমণ। হোটেলে কেবল রুম এবং ব্রেকফাস্ট। নন-এসি রুম। টোল, পার্কিং, ট্যাক্স দিতে হবে না।
Image credits: Pinterest\ instagram
Bangla
কোন সুবিধা পাবেন না
লন্ড্রি, কুলি, ক্যামেরা চার্জ নিজের খরচে। ট্যুর গাইড নিলে তাও নিজের খরচে। কোয়েম্বাটুর যাওয়ার খরচও আপনার।
Image credits: Pinterest\ instagram
Bangla
উটি ভ্রমণ প্যাকেজের দাম
একক ভ্রমণে ৩০,৫৯০ টাকা। দুজনের রুম শেয়ার করলে ১৫,৩০০ টাকা এবং তিনজনের ১১,৪৫০ টাকা। বাচ্চাদের বিছানা লাগলে ৩৭৫০ টাকা অতিরিক্ত।
Image credits: Pinterest\ instagram
Bangla
বাতিল করলে চার্জ
১৫ দিন আগে বাতিল করলে ২৫০ টাকা। ৮-১৪ দিন আগে ২৫%। ৪ দিন আগে ১০০% চার্জ।
Image credits: Pinterest\ instagram
Bangla
মনে রাখবেন
প্যাকেজের সময় পূর্বনির্ধারিত। অন্য কারও জন্য বিছানা নেওয়া যাবে না। সব রুম একই রকম।