প্রতিবছর চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে পালিত হয় অন্নপূর্ণা পুজো। সেই রীতি মেনে আজ অর্থাৎ ২৯ মার্চ পালিত হচ্ছে উৎসব
বাঙালির ঘরে ঘরে পুজিত হচ্ছেন মা অন্নপূর্ণা। দ্বিভূজা দেবীর এক হাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে।
জগতের অন্নকষ্ট দূর করেত স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার কাছে
কথিত আছে, অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে সমৃদ্ধি ঘটে
বাসন্তী পুজোর অষ্টমীর দিন দেবী অন্নপূর্ণার পুজো হয়। তিনি মা দুর্গার আরেক রূপ
আজ সারাদিন রয়েছে অষ্টমী। গোটা দিন ধরে পুজিত হবেন মা। আজ ভক্তিভরে মায়ের পুজো করুন। এতে মিলবে কৃপা।
বাংলায় অন্নপূর্ণ দেবীর পুজো সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার
অন্নপূর্ণা পুজোয় পরিষ্কার পোশাক পরুন, মা দুর্গার সঙ্গে শিবের আরাধনা করুন। এতে মা তুষ্ট হবেন
আজ কারও সঙ্গে দুরব্যবহার করবেন না। এতে মা ক্রুদ্ধ হতে পারেন, ভক্তিভরে মায়ের পুজো করে মিলবে কৃপা
পুজোর দিন দান করতে পরেন। নিজের ঘর থেকে চাল নিয়ে গরিবদের দান করুন। কিংবা অন্ন রেঁধে গরিবাদের খাওয়ালে মিলবে উপকার