Bangla

দেবীপক্ষের সূচনা

মহালয়ার পুণ্য তিথিতে শেষ হয় পিতৃপক্ষ। এই দিনেই হয় দেবীপক্ষের সূচনা।

Bangla

ভোরবেলা ‘মহিষাসুরমর্দিনী’

দেশ থেকে বিদেশ, আপামর বাঙালির মহালয়ার দিন শুরু হয় ভোরবেলার ‘মহিষাসুরমর্দিনী’ দিয়ে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর সৃষ্টিই আমাদের দুর্গাপুজোর কথা মনে করায়।

Image credits: Our own
Bangla

দুর্গাপুজোর শুরু

‘মহিষাসুরমর্দিনী’ যেহেতু দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা স্তব, আর প্রত্যেক বছর মহালয়ায় এটি অঘোষিতভাবে ‘আবশ্যক’, তাই মনে করা হয় যে, এর দ্বারাই ঘটে গেল দুর্গাপুজোর সূচনা।

Image credits: Our own
Bangla

প্রকৃতপক্ষে,

মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনও সংযোগ নেই।

Image credits: Our own
Bangla

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র

মহালয়ার ভোর থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী প্রভাবে বাঙালি একে দুর্গাপুজোর সঙ্গে জুড়ে ফেলেছেন।

Image credits: Our own
Bangla

রেডিয়োর মহিষাসুরমর্দিনী

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রেডিয়োয় এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভিন্ন সময়ে নির্মাণ করেছিলেন।

Image credits: Our own
Bangla

মহালয়ার দিনে মহিষাসুরমর্দিনী

আশ্চর্যজনকভাবে যে বছর তিনি মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি মহালয়ার দিনে করেছিলেন, সেই বছরই এই অনুষ্ঠানটি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল।

Image credits: Our own
Bangla

মহালয়া

সেই বছর থেকেই মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে এই আরাধনা স্তুতি শোনা যায়।

Image credits: Our own
Bangla

‘শুভ মহালয়া’

এভাবেই মানুষের মনে ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে, ‘মহালয়া’ মানেই হল দুর্গাপুজোর শুরু। সেই ধারণা থেকেই মুখে মুখে ছড়িয়েছে ‘শুভ মহালয়া’।

Image credits: Our own
Bangla

দুর্গাপুজোর কাউন্টডাউন

তবে, মহালয়ার পরদিন থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর সপ্তাহ, তাই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়ার কাউন্টডাউন শুরু করার জন্য এই দিনটি বিশেষ সহায়ক তো বটেই।

Image credits: Our own

Durga Puja: পুজোর দিনগুলিতে এই কাজ করলে অসন্তুষ্ট হবেন মা দুর্গা

Swastika Mukherjee: আঁচলে ভ্রমর! দুর্গাপুজোর সাজে লাস্যময়ী স্বস্তিকা

Durga Puja Fashion: কালো শাড়িতে প্রিয়াঙ্কার অভিনব দুর্গাপুজোর সাজ

বাস্তু মতে সমস্ত বাধা দূর করুন দুর্গা পুজোতেই