২৯ নাকি ৩০ এপ্রিল, কবে পালন করা হবে শুভ অক্ষয় তৃতীয়া
Puja Vrat Apr 06 2025
Author: Deblina Dey Image Credits:Getty
Bangla
কবে পালন করা হবে শুভ অক্ষয় তৃতীয়া
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এটি অত্যন্ত শুভ তিথি এবং এই মুহূর্তকে শুভ মুহূর্ত হিসেবে ধরা হয়। জেনে নিন ২০২৫ সালে কবে অক্ষয় তৃতীয়া…
Image credits: Getty
Bangla
শুভ অক্ষয় তৃতীয়া তিথি
এবারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা ০৫টা বেজে ৩১ মিনিট থেকে ৩০ এপ্রিল, বুধবার দুপুর ০২টো বেজে ১২ মিনিট পর্যন্ত থাকবে।
Image credits: Getty
Bangla
অক্ষয় তৃতীয়া পালন
যেহেতু বৈশাখ শুক্ল তৃতীয়া তিথির সূর্যোদয় ৩০ এপ্রিল, বুধবার হবে। তাই এই দিনেই অক্ষয় তৃতীয়া পালিত হবে। এই উৎসবের সঙ্গে জড়িত সমস্ত রীতিও এই দিনেই মানা হবে।
Image credits: Getty
Bangla
অক্ষয় তৃতীয়ার মুহূর্ত
জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার মুহূর্তকে শুভ বলা হয়েছে। এই দিনে কোনও শুভক্ষণ দেখা ছাড়াই বিবাহ, মুণ্ডন, গৃহপ্রবেশ করা যেতে পারে। বিভিন্ন ধর্মগ্রন্থেও এর মাহাত্ম্য বর্ণিত আছে।
Image credits: Getty
Bangla
বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়া
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগের শুরু হয়েছিল। এমনও বলা হয় যে এই তিথিতে ভগবান পরশুরামের জন্মও হয়েছিল।
Image credits: Getty
Bangla
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার রীতি
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনারও রীতি আছে। বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা সোনা দীর্ঘকাল ব্যবহার করা যায় এবং এর ফলে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।