Bangla

রক্ষা বন্ধন: এই ভুলগুলি এড়িয়ে চলুন

রক্ষা বন্ধন উৎসব আসন্ন। এই পবিত্র দিনে শুভ সময়ে রাখি পরানো উচিত। কিছু ভুল এই সময় এড়িয়ে চলা উচিত।

Bangla

ভদ্রকাল

রক্ষা বন্ধন দিনে, ভদ্রকাল সকালে থাকে। ভদ্রকালে রাখি পরানো উচিত নয়। তাই এই সময় রাখি পরানো এড়িয়ে চলাই ভালো।

Image credits: Getty
Bangla

কোন দিকে বসে রাখি পরাতে হবে?

রাখি পরানোর সময়, বোনের মুখ দক্ষিণ-পশ্চিম দিকে থাকা উচিত। ভাইয়ের মুখ উত্তর-পূর্ব দিকে থাকা উচিত।

Image credits: Getty
Bangla

কি ধরনের রাখি পরাতে হবে?

আপনার ভাইকে ভাঙা, নষ্ট রাখি পরানো উচিত নয়। যদি ভালো রাখি না পান, তাহলে পবিত্র সুতাও পরাতে পারেন।

Image credits: Getty
Bangla

উপহার..

ছুরি, কাঁটাচামচ, আয়না বা ফটো ফ্রেম উপহার দেওয়া থেকে বিরত থাকুন। আপনার বোনকে কালো রঙের পোশাক, রুমাল বা জুতা উপহার দেবেন না।

Image credits: Gemini
Bangla

মাংস

রক্ষা বন্ধন দিনে, মাংস, মদ বা রসুন-পেঁয়াজ জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত।

Image credits: Getty

রাখি পূর্ণিমায় এড়িয়ে চলুন এই ভুলগুলি

গুরু পূর্ণিমা ২০২৫: সৌভাগ্য বৃদ্ধি করার জন্য ৫টি অনন্য উপায়, দেখে নিন

রোজ ভোরে কি স্বপ্ন দেখেন? জানেন আদৌ কি সকালের স্বপ্ন সত্যি হতে পারে?

দক্ষিণমুখী বাড়ির ৫টি জরুরি বাস্তু টিপস, অবশ্যই মনে রাখুন