Bangla

থালার মধ্যে হাত ধোয়া কি আদৌ ঠিক?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, খাবার পরে থালায় হাত ধোয়ার ফলাফল সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হয়েছে।

Bangla

লক্ষ্মীদেবী রুষ্ট হন

খাবারের পাত্রে লক্ষ্মীদেবীর বাস বলে মনে করা হয়। এই অবস্থায় খাবার পর থালায় হাত ধুলে লক্ষ্মীদেবী রুষ্ট হন।

Image credits: social media
Bangla

নেতিবাচক শক্তি

খাবার পরে থালায় হাত ধোয়া ব্যক্তির উপর নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়।

Image credits: freepik
Bangla

খাবার নষ্ট

খাওয়ার থালায় হাত ধোয়া খাবার নষ্ট করে। তাই এই ভুলটি কখনই করবেন না।

Image credits: Freepik
Bangla

অন্নপূর্ণার অসম্মান

খাবার পরে থালায় হাত ধোয়া অশুভ। এছাড়াও অন্নপূর্ণার অসম্মান হয়।

Image credits: Social media
Bangla

স্বাস্থ্যের ক্ষতি

খাওয়ার থালায় হাত ধোয়ার অভ্যাস করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাবার পর থালায় হাত ধোয়া এড়িয়ে চলুন।

Image credits: Social media
Bangla

খাদ্যের অভাব

খাওয়ার থালায় হাত ধোয়া বাড়িতে খাদ্যের অভাব সৃষ্টি করে।

Image credits: Freepik
Bangla

সামাজিক আচরণ

খাবার পরে থালায় হাত ধোয়া অন্যদের সেই থালাটি আবার ব্যবহার করতে দ্বিধাগ্রস্ত করবে। এছাড়াও আপনার সামাজিক আচরণও প্রভাবিত হবে।

Image credits: Freepik

সারাক্ষণ গলায় রুপোর চেন পরে থাকেন? জানেন এর কী কী উপকারিতা রয়েছে

মানি প্ল্যান্ট বসান এই বিশেষ দিনে, হুড়মুড়িয়ে হাতে আসবে টাকা

তুলসী আর মানি প্ল্যান্ট রাখলে কি আদৌ কোনও লাভ হয়? জেনে নিন বাস্তু টিপস

সাত পাকে ঘোরা: কেন বর কনেকে বিয়ের মণ্ডপেই সাত পাকে ঘুরতে হয়?