জ্যোতিষশাস্ত্র অনুসারে, খাবার পরে থালায় হাত ধোয়ার ফলাফল সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হয়েছে।
খাবারের পাত্রে লক্ষ্মীদেবীর বাস বলে মনে করা হয়। এই অবস্থায় খাবার পর থালায় হাত ধুলে লক্ষ্মীদেবী রুষ্ট হন।
খাবার পরে থালায় হাত ধোয়া ব্যক্তির উপর নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়।
খাওয়ার থালায় হাত ধোয়া খাবার নষ্ট করে। তাই এই ভুলটি কখনই করবেন না।
খাবার পরে থালায় হাত ধোয়া অশুভ। এছাড়াও অন্নপূর্ণার অসম্মান হয়।
খাওয়ার থালায় হাত ধোয়ার অভ্যাস করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাবার পর থালায় হাত ধোয়া এড়িয়ে চলুন।
খাওয়ার থালায় হাত ধোয়া বাড়িতে খাদ্যের অভাব সৃষ্টি করে।
খাবার পরে থালায় হাত ধোয়া অন্যদের সেই থালাটি আবার ব্যবহার করতে দ্বিধাগ্রস্ত করবে। এছাড়াও আপনার সামাজিক আচরণও প্রভাবিত হবে।
সারাক্ষণ গলায় রুপোর চেন পরে থাকেন? জানেন এর কী কী উপকারিতা রয়েছে
মানি প্ল্যান্ট বসান এই বিশেষ দিনে, হুড়মুড়িয়ে হাতে আসবে টাকা
তুলসী আর মানি প্ল্যান্ট রাখলে কি আদৌ কোনও লাভ হয়? জেনে নিন বাস্তু টিপস
সাত পাকে ঘোরা: কেন বর কনেকে বিয়ের মণ্ডপেই সাত পাকে ঘুরতে হয়?