Bangla

হার্দিকের গুঞ্জনপ্রিয় বান্ধবী জেসমিনের বয়স কত?

জেসমিন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং প্রায়ই নিজের ছবি শেয়ার করেন।

Bangla

চর্চায় হার্দিকের গুঞ্জনপ্রিয় বান্ধবী

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার গুঞ্জনপ্রিয় বান্ধবী জেসমিন ওয়ালিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত।

Image credits: Asianet News
Bangla

সোশ্যাল মিডিয়ায় সক্রিয়

ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন।

Image credits: own instagram
Bangla

দুজনের সম্পর্ক কি?

হার্দিক এবং জেসমিনের সম্পর্ক নিয়ে অনেক ভক্তের ধারণা, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। যদিও এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা আসেনি।

Image credits: Asianet News
Bangla

জেসমিনের বয়স কত?

জেসমিন ওয়ালিয়ার জন্ম ২৩শে মে ১৯৯২। অর্থাৎ কয়েকদিন পরেই তিনি ৩২ বছর বয়সে পা রাখবেন।

Image credits: own instagram
Bangla

হার্দিকের বয়স কত?

হার্দিক পান্ডিয়ার জন্ম ১১ই অক্টোবর ১৯৯৩, চোরাসি, গুজরাটে। অর্থাৎ, এই বছর তিনি ৩১ বছর বয়সে পা রাখবেন। তিনি জেসমিনের থেকে এক বছরের ছোট।

Image credits: own instagram
Bangla

জেসমিনের ইন্সটাগ্রাম ফলোয়ার?

জেসমিন ওয়ালিয়ার অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ৮৬৬,০০০ ফলোয়ার আছে। তিনি ৬৭৭ জনকে ফলো করেন।

Image credits: own instagram
Bangla

হার্দিকের ইন্সটাগ্রাম ফলোয়ার?

হার্দিকের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ৪০.৯ মিলিয়ন ফলোয়ার আছে। এ ক্ষেত্রে হার্দিক জেসমিনের থেকে অনেকটাই এগিয়ে। ।

Image credits: own instagram

Most Sixes Batsman in IPL: সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন যে ৫ ব্যাটসম্যান

Smriti Mandhana: স্মৃতি মন্ধানা ভেঙে দিলেন হরমনপ্রীতের রেকর্ড

Virat Kohli: অবসরের পরেও কোটি কোটি টাকা আয় করবেন কোহলি?

Net Worth of Virat Kohli: সত্যিই 'বিরাট' সম্পত্তির মালিক কোহলি, দেখুন এক নজরে