Bangla

এস এস টন ড্রে রাস বিগ হিটার ইংলিশ উইলো ব্যাট ব্যবহার করেন রাসেল

এস এস টন ড্রে রাস বিগ হিটার ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট ব্যবহার করেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।

Bangla

আন্দ্রে রাসেলের ব্যবহৃত ব্যাটের দাম ভারতীয় মুদ্রায় ৭০ হাজার টাকা

আন্দ্রে রাসেল ব্যবহার করেন বলে এস এস টন ড্রে রাস বিগ হিটার ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত হয়ে উঠেছে। অনেক তরুণ ক্রিকেটারই এই ব্যাটের খোঁজ করে।

Image credits: Instagram
Bangla

আন্দ্রে রাসেলের ব্যাট ৩৮ মিলিমিটার চওড়া, এর ফলেই তিনি বড় শট খেলেন

ক্রিকেট ব্যাট যত ভারী ও চওড়া হয়, বড় শট খেলতে ততই সুবিধা হয়। আন্দ্রে রাসেলের ব্যবহৃত ব্যাট ৩৮ মিলিমিটার চওড়া। এর ফলেই তিনি সহজে বড় শট খেলতে পারেন।

Image credits: Instagram
Bangla

আন্দ্রে রাসেল সাধারণত হাল্কা ব্যাট নিয়ে খেলাই পছন্দ করেন

আন্দ্রে রাসেলের ব্যাটের ওজন ১১৫০ থেকে ১১৯০ গ্রামের মধ্যে থাকে। এই ক্যারিবিয়ান তারকা ভারী ব্যাট নিয়ে খেলা পছন্দ করেন না।

Image credits: Instagram
Bangla

এস এস টন ড্রে রাস ব্যাট সবচেয়ে ভালো উইলো কাঠ দিয়ে তৈরি করা হয়

এস এস টন ড্রে রাস বিগ হিটার ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট তৈরি করা হয় ভালোমানের শুকনো ইংলিশ উইলো কাঠ দিয়ে। এর ফলে এই ব্যাটের মান অনেক ভালো হয়।

Image credits: Website
Bangla

আন্দ্র রাসেলের ব্যবহৃত ব্যাটের মানের সঙ্গে আপস করা হয় না

এস এস টন ড্রে রাস বিগ হিটার ইংলিশ উইলো ক্রিকেট ব্যাটের ব্লেড যেমন ভালো তেমনই হ্যান্ডলও ভালোমানের। তার ফলে ব্যাটিং করার সময় কোনও সমস্যা হয় না।

Image credits: Website
Bangla

একটি ক্রিকেট ব্যাটে যে ভারসাম্য থাকা উচিত, তা এস এস ব্যাটে থাকে

এস এস টন ড্রে রাস বিগ হিটার ইংলিশ উইলো ক্রিকেট ব্যাটে সবসময় ভারসাম্য বজায় থাকে। এই কারণে সেরা ক্রিকেটাররা এই ব্যাট পছন্দ করেন।

Image credits: Website
Bangla

এবারের আইপিএল মাতিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আন্দ্রে রাসেল

এবারের আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল। এই তারকা অলরাউন্ডার ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

Image credits: Pixabay
Bangla

তাঁর ব্যাটিং দেখার জন্য কেকেআর সমর্থকদের মাঠে আসার আহ্বান রাসেলের

কেকেআর সমর্থকদের গ্যালারি ভরানোর আহ্বান জানিয়েছেন আন্দ্রে রাসেল। তিনি বলেছেন, তাঁর ব্যাটিং দেখে আনন্দ পাবেন দর্শকরা। দলকে জেতানোর জন্য তৈরি হচ্ছেন রাসেল।

Image credits: Pixabay
Bangla

১ এপ্রিল এবারের আইপিএল অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের

১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ভালোভাবে শুরু করাই আন্দ্রে রাসেলদের লক্ষ্য।

Image Credits: Pixabay