আইপিএল ২০২৫ চলাকালীন ফের শুবমান গিল-সারা তেন্ডুলকরকে নিয়ে জল্পনা শুরু
আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল কি সত্যিই সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেম করছেন? নতুন করে এই জল্পনা শুরু হয়েছে।
Cricket Apr 27 2025
Author: Soumya Gangully Image Credits:Instagram own
Bangla
অতীতে বারবার সারার সঙ্গে শুবমানের সম্পর্ক নিয়ে জল্পনা শোনা গিয়েছে
গত কয়েক বছরে বারবার সারা তেন্ডুলকরের সঙ্গে শুবমান গিলের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এর সত্যতা জানা যায়নি।
Image credits: instagram own
Bangla
সারা তেন্ডুলকর ও শুবমান গিলকে অবশ্য প্রকাশ্যে কখনও একসঙ্গে দেখা যায়নি
সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই এই গুজব রটেছে যে সারা তেন্ডুলকর ও শুবমান গিল একে অপরকে ডেট করছেন।
Image credits: instagram own
Bangla
বলিউডের নতুন প্রজন্মের নামী অভিনেত্রী সারা আলি খানকে নিয়েও জল্পনা
সারা তেন্ডুলকর ছাড়াও শুবমান গিলের নাম বলিউডের বিখ্যাত অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে জড়িয়েছে। অনেক গুজবও ছড়িয়েছে।
Image credits: ANI
Bangla
এবার প্রেমের বিষয়ে দীর্ঘদিন ধরে চলে আসা জল্পনা নিয়ে মুখ খুললেন শুবমান
আইপিএল ২০২৫ চলাকালীন ডেটিংয়ের গুজব নিয়ে মুখ খুলেছেন শুবমান গিল। তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।
Image credits: Instagram own
Bangla
এক সাক্ষাৎকারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন শুবমান
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন শুবমান গিল। তিনি বলেছেন, তিন বছর ধরে একা। কোনও সম্পর্কে জড়িয়ে নেই। তাঁকে নিয়ে অনেক গুজব রটে।
Image credits: Instagram own
Bangla
যাঁদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, তাঁরা সবাই অপরিচিত, দাবি শুবমান গিলের
শুবমান গিল বলেছেন, সারা তেন্ডুলকর তাঁর অপরিচিত। কোনওদিন তাঁদের দেখা হয়নি। ফলে সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে সবই গুজব।
Image credits: Instagram own
Bangla
ব্যস্ততার জন্য তাঁর কাছে ডেটিংয়ের জন্য সময় নেই, দাবি করেছেন শুবমান গিল
গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল বলেছেন, 'আমার কাছে কারও সঙ্গে সারা বছর সময় কাটানোর জন্য জায়গা নেই। আমি আমার পেশাগত জীবন অনুসরণ করি।'