Bangla

প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া বাবা-মাকে উৎসর্গ করছেন, জানালেন রিঙ্কু

এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। তিনি এই কৃতিত্ব বাবা-মাকে উৎসর্গ করছেন।

Bangla

প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে আবেগে রিঙ্কু সিংয়ের চোখে জল এসে যাচ্ছে

রিঙ্কু সিং বলেছেন, 'আমি মানসিকভাবে শক্তিশালী। কিন্তু একটু আবেগপ্রবণও বটে। আমি নিশ্চিত, প্রথমবার জাতীয় দলের জার্সি পরলে চোখে জল আসবেই।' 

Image credits: Instagram
Bangla

এতদিনের যাত্রাপথ কঠিন ছিল, এবার মসৃণভাবে এগিয়ে যেতে চান রিঙ্কু সিং

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সফল হওয়ার আগে পর্যন্ত পরিবারের আর্থিক অবস্থা নিয়ে চরম সঙ্কটে ছিলেন রিঙ্কু সিং। তবে সেই সমস্যা এখন আর নেই।

Image credits: Instagram
Bangla

ভবিষ্যৎ নিয়ে ভেবে মানসিক চাপে পড়তে নারাজ, জানিয়েছেন রিঙ্কু সিং

রিঙ্কু সিং বলেছেন, ‘সবারই ভারতের হয়ে খেলার ইচ্ছা থাকে। জাতীয় দলের জার্সি পরার ইচ্ছা থাকে। তবে আমি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি না। কারণ, যত চিন্তা করব ততই বোঝা বেড়ে যাবে।’

Image credits: Instagram
Bangla

প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে প্রচণ্ড খুশি রিঙ্কু সিং

রিঙ্কু সিং বলেছেন, 'পেশাদার খেলোয়াড়রা সবাই জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চায়। আমিও এতদিন ধরে সেটাই চেয়ে এসেছি।'

Image credits: Instagram
Bangla

জাতীয় দলে সুযোগ পাওয়ায় বাবা-মা বেশি খুশি হয়েছেন, জানিয়েছেন রিঙ্কু সিং

রিঙ্কু সিং জানিয়েছেন, 'আমাকে জাতীয় দলের জার্সি পরতে দেখলে আমার চেয়ে বাবা-মা বেশি খুশি হবেন। তাঁরা অনেকদিন ধরে এই দিনের অপেক্ষায়।'

Image credits: Instagram
Bangla

আরও সাফল্য পেয়ে বাবা-মায়ের কষ্টের মূল্য দিতে চান, জানিয়েছেন রিঙ্কু

রিঙ্কু সিং জানিয়েছেন, 'বাবা-মা সবসময় আমার পাশে ছিলেন। তাঁরা আমাকে সবরকমভাবে সাহায্য করেছেন। তাঁদের স্বপ্নপূরণ করাই আমার লক্ষ্য।'

Image credits: Instagram
Bangla

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা পারফর্মার রিঙ্কু

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেন রিঙ্কু সিং। তাঁর স্ট্রাইক রেট ১৪৯.৫২। ৪টি অর্ধশতরান করেছেন রিঙ্কু। 

Image credits: Instagram
Bangla

সিএসকে-র প্রাক্তন তারকা সুরেশ রায়নাকেই আদর্শ মেনে চলেন রিঙ্কু সিং

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরেশ রায়নার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন রিঙ্কু সিং। তিনি রায়নাকেই আদর্শ মনে করেন।

Image credits: Instagram
Bangla

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের ভরসা হয়ে ওঠাই লক্ষ্য রিঙ্কু সিংয়ের

আইপিএল-এর পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা পাকা করাই রিঙ্কু সিংয়ের লক্ষ্য।

Image credits: Instagram

২৫ বছর পূর্ণ ঈশান কিষানের, অদিতি হুন্ডিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা

চোট, অফফর্ম, এবারের ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত এই তারকা ক্রিকেটাররা

টেস্টে ১১ হাজার রানের হাতছানি, ত্রিনিদাদে নতুন রেকর্ডের সামনে বিরাট

এভাবেও ফিরে আসা যায়! ডমিনিকা টেস্টে ১২ উইকেট নিয়ে নতুন নজির অশ্বিনের