এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। তিনি এই কৃতিত্ব বাবা-মাকে উৎসর্গ করছেন।
রিঙ্কু সিং বলেছেন, 'আমি মানসিকভাবে শক্তিশালী। কিন্তু একটু আবেগপ্রবণও বটে। আমি নিশ্চিত, প্রথমবার জাতীয় দলের জার্সি পরলে চোখে জল আসবেই।'
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সফল হওয়ার আগে পর্যন্ত পরিবারের আর্থিক অবস্থা নিয়ে চরম সঙ্কটে ছিলেন রিঙ্কু সিং। তবে সেই সমস্যা এখন আর নেই।
রিঙ্কু সিং বলেছেন, ‘সবারই ভারতের হয়ে খেলার ইচ্ছা থাকে। জাতীয় দলের জার্সি পরার ইচ্ছা থাকে। তবে আমি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি না। কারণ, যত চিন্তা করব ততই বোঝা বেড়ে যাবে।’
রিঙ্কু সিং বলেছেন, 'পেশাদার খেলোয়াড়রা সবাই জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চায়। আমিও এতদিন ধরে সেটাই চেয়ে এসেছি।'
রিঙ্কু সিং জানিয়েছেন, 'আমাকে জাতীয় দলের জার্সি পরতে দেখলে আমার চেয়ে বাবা-মা বেশি খুশি হবেন। তাঁরা অনেকদিন ধরে এই দিনের অপেক্ষায়।'
রিঙ্কু সিং জানিয়েছেন, 'বাবা-মা সবসময় আমার পাশে ছিলেন। তাঁরা আমাকে সবরকমভাবে সাহায্য করেছেন। তাঁদের স্বপ্নপূরণ করাই আমার লক্ষ্য।'
এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেন রিঙ্কু সিং। তাঁর স্ট্রাইক রেট ১৪৯.৫২। ৪টি অর্ধশতরান করেছেন রিঙ্কু।
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরেশ রায়নার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন রিঙ্কু সিং। তিনি রায়নাকেই আদর্শ মনে করেন।
আইপিএল-এর পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা পাকা করাই রিঙ্কু সিংয়ের লক্ষ্য।