Bangla

আইপিএল ২০২৫-এ ফ্লপ, তবুও বিসিসিআই থেকে কোটি কোটি পাবেন পন্ত

তা সত্ত্বেও বিসিসিআই থেকে তিনি কোটি কোটি টাকা পাবেন।

Bangla

ঋষভ পন্থ আইপিএলে ফ্লপ

আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট পুরো সিজনেই চলেনি। ১০ ম্যাচে তিনি মাত্র ১১৮ রান করেছেন। ৬ ইনিংসে তার স্কোর ছিল এক অঙ্কের।

Image credits: stockPhoto
Bangla

এলএসজি প্লে-অফ থেকে ছিটকে গেছে

পন্থের খারাপ ফর্মের ফলে তার দল এলএসজি আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। গত সোমবার, এসআরএইচ-এর কাছে হেরেছে তারা।

Image credits: ANI
Bangla

২৭ কোটিতে বিক্রি হয়েছিলেন পন্ত

ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টস মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু, তার পারফরম্যান্স ২৭ হাজারের মতোও দেখায়নি।

Image credits: stockPhoto
Bangla

বিসিসিআই থেকে পাচ্ছেন কোটি কোটি

আইপিএল বাদ দিলেও ঋষভ পন্থ বিসিসিআই থেকে কোটি কোটি টাকা পাচ্ছেন। ব্যাটের ফর্ম যেমনই হোক, সম্প্রতি তার পদোন্নতিও হয়েছে।

Image credits: own insta
Bangla

কোন গ্রেডে আছেন পন্থ?

ঋষভ পন্থকে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে 'এ' গ্রেডে রাখা হয়েছে। এর আগে তিনি 'বি' গ্রেডে ছিলেন। এবার তার পদোন্নতি হয়েছে, যদিও খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

Image credits: own insta
Bangla

কত টাকা বেতন পাবেন?

'এ' গ্রেডে আসার পর বিসিসিআই এখন ঋষভ পন্থকে বার্ষিক ৫ কোটি টাকা দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তিনি দলের সঙ্গে ছিলেন, কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি।

Image credits: own insta
Bangla

ইংল্যান্ড সফরে কি সুযোগ পাবেন?

এরপর জুনে ভারতীয় দলকে আইপিএলের পর ইংল্যান্ড সফরে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে যেতে হবে। ঋষভ পন্থের যাওয়াও প্রায় নিশ্চিত।

Image credits: ANI

IPL 2025: আইপিএল-এর ইতিহাসে দ্রুততম শতরান কোন ৫ ব্যাটারের? রইল তালিকা

Top 5 Fastest Batsmen: টি-২০ ক্রিকেটে দ্রুততম ৮০০০ রান কাদের দখলে?

IPL 2025 Longest Six: সবথেকে লম্বা লম্বা ছক্কা হাঁকালেন কোন ৫ ব্যাটার?

Top 5 Fastest Batsmen: টি-২০ ক্রিকেটে দ্রুত ৫০০০ রান করা ৫ ব্যাটসম্যান